দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পদত্যাগের ঘোষণা দিয়ে কখনো আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার কথা বললেন পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন এক যুগেরও বেশি।
আজ বুধবার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান আবদুল আজিজ এ কথা জানান। যদিও তিনি সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
আবদুল আজিজ মিয়া বলেন, ‘আমি ২০১২ সাল থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করি। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই। তাই আজ বুধবার থেকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। কখনো আওয়ামী লীগের নাম মুখেও নেব না।’
জানা যায়, আবদুল আজিজ মিয়া আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রনগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হন। তারপর থেকে দাপটের সঙ্গে আওয়ামী লীগের মিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করেন। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থাকেন। তারপর পুনরায় এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সময়ে-অসময়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করেন। আজ বেলা ১১টায় রনগোপালদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শারীরিক অসুস্থতার কথা বলে রনগোপালদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং জীবদ্দশায় তিনি আর আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেই কেউ মন্তব্য করেন, কারাগারে যাওয়ার ভয়ে, আবার কেউ বলেন, চেয়ারম্যান পদ টিকিয়ে রাখার জন্য পদত্যাগ করেছেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে কখনো আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার কথা বললেন পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আছেন এক যুগেরও বেশি।
আজ বুধবার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান আবদুল আজিজ এ কথা জানান। যদিও তিনি সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
আবদুল আজিজ মিয়া বলেন, ‘আমি ২০১২ সাল থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করি। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই। তাই আজ বুধবার থেকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। কখনো আওয়ামী লীগের নাম মুখেও নেব না।’
জানা যায়, আবদুল আজিজ মিয়া আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রনগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হন। তারপর থেকে দাপটের সঙ্গে আওয়ামী লীগের মিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করেন। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থাকেন। তারপর পুনরায় এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সময়ে-অসময়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করেন। আজ বেলা ১১টায় রনগোপালদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শারীরিক অসুস্থতার কথা বলে রনগোপালদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং জীবদ্দশায় তিনি আর আওয়ামী লীগের নাম মুখে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেই কেউ মন্তব্য করেন, কারাগারে যাওয়ার ভয়ে, আবার কেউ বলেন, চেয়ারম্যান পদ টিকিয়ে রাখার জন্য পদত্যাগ করেছেন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে