Ajker Patrika

বিএনপির বরিশাল-পিরোজপুর রোডমার্চ কাল, ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৩৫
বিএনপির বরিশাল-পিরোজপুর রোডমার্চ কাল, ব্যাপক প্রস্তুতি

দক্ষিণাঞ্চলে আগামীকাল শনিবার রোডমার্চ করতে যাচ্ছে বিএনপি। সড়কপথে প্রায় ১০ হাজার যানবাহন নিয়ে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার এলাকা অতিক্রম করবেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার এ উপলক্ষে দলীয় নেতৃবৃন্দ কর্মসূচি শুরুর স্থান বেলস পার্ক পরিদর্শন করেছেন।

নগরের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) থেকে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রোডমার্চ শুরু করা হবে। পিরোজপুর পর্যন্ত অন্তত পাঁচটি পথসভা করা হবে। রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান প্রমুখ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রোডমার্চ কর্মসূচির সমন্বয়ক বিলকিস জাহান শিরিন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে মাঠে রয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে বিভাগীয় রোডমার্চের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে। শান্তিপূর্ণভাবে বরিশাল শহর থেকে শুরু করে ঝালকাঠি হয়ে পিরোজপুর গিয়ে রোডমার্চ শেষ হবে।

বিলকিস জাহান শিরিন আরও বলেন, আগামীকাল শনিবার সকালে লেবুখালী থেকে বরগুনা, পটুয়াখালীর নেতা-কর্মীরা এবং ভোলার নেতা-কর্মীরা বেলস পার্কে এসে সম্পৃক্ত হবেন। পরে তাঁরা নানা যানবাহনে পিরোজপুরে রোডমার্চ শুরু করবেন। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে পাঁচটি স্থান যথাক্রমে বরিশাল আউটার স্টেডিয়াম, কালিজিরা ব্রিজ, ঝালকাঠি, রাজাপুর ও পিরোজপুরে পথসভা হবে। এর মধ্যে ষাটপাকিয়াসহ বিভিন্ন স্থানে গণজমায়েত করবেন দলের নেতা-কর্মীরা।

রোডমার্চে উপস্থিত থাকবেন কর্মসূচির প্রধান উপদেষ্টা সেলিমা রহমান, দলনেতা হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত