পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ডিগ্রি কলেজ দুদিন বন্ধ রেখে কলেজের টাকায় সিলেট ভ্রমণে গেছেন শিক্ষকেরা। অধ্যক্ষের নেতৃত্বে ৫৬ জন শিক্ষকের এই আনন্দভ্রমণে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়নি। শিক্ষার্থীদের বাদ দিয়ে তাঁদের টাকায় শিক্ষকদের এমন সফর নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা।
কলেজের শিক্ষার্থীরা জানান, গত সোমবার দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন ওরফে জামাল সিকদারের নেতৃত্বে শিক্ষকেরা কলেজ থেকে বের হন। এরপর যে যার মতো পরিবার নিয়ে বরিশাল পৌঁছান। সেখান থেকে গতকাল মঙ্গলবার ভোরে বাসে করে ৫৬ সদস্যদের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হন।
একজন শিক্ষক বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির জন্য পাঁচ দিন তাঁদের ওই এলাকায় অবস্থান করার কথা রয়েছে। তাঁদের সঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার অংশগ্রহণ করলেও পরিচালনা কমিটির অন্য কোনো সদস্য অংশ গ্রহণ করেননি। আজ বুধবারও কলেজ বন্ধ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, জনপ্রতি প্রত্যেক শিক্ষককে সাত হাজার টাকা ধরা হয়েছে। এর মধ্যে চার হাজার টাকা কলেজের তহবিল থেকে ব্যয়ভার বহন করা হবে।
কয়েক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টাকায় স্যাররা আনন্দ ভ্রমণে গেছেন। যেহেতু কলেজ বন্ধ দিয়ে গেছেন, আমাদেরও নিতে পারতেন। আমরাও টাকা দিয়ে যেতাম।’
একজন অভিভাবক বলেন, কলেজের তহবিল মানেই শিক্ষার্থীদের টাকা। সেই টাকায় শিক্ষার্থী ছাড়া কলেজ বন্ধ দিয়ে শিক্ষকেরা তাঁদের পরিবার নিয়ে আনন্দ ভ্রমণে যান। এটা খুবই দুঃখজনক। সরকারি কোনো কর্মকর্তা কলেজ পরিচালনা কমিটির সভাপতি থাকলে অধ্যক্ষ এমন কাজটি করতে পারতেন না।
আনন্দ ভ্রমণের বিষয়ে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শিক্ষাসফর।’
শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সফর করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হলেও তাঁরা আসেনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে বলেছে শিক্ষাসফর।’
শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাব না দিয়ে দেখতে আছি বলে তিনি ফোন কেটে দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ আছে। শিক্ষকেরা আনন্দ ভ্রমণে গেছেন কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিক্ষকেরা নিয়মের ব্যত্যয় ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ডিগ্রি কলেজ দুদিন বন্ধ রেখে কলেজের টাকায় সিলেট ভ্রমণে গেছেন শিক্ষকেরা। অধ্যক্ষের নেতৃত্বে ৫৬ জন শিক্ষকের এই আনন্দভ্রমণে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়নি। শিক্ষার্থীদের বাদ দিয়ে তাঁদের টাকায় শিক্ষকদের এমন সফর নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা।
কলেজের শিক্ষার্থীরা জানান, গত সোমবার দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন ওরফে জামাল সিকদারের নেতৃত্বে শিক্ষকেরা কলেজ থেকে বের হন। এরপর যে যার মতো পরিবার নিয়ে বরিশাল পৌঁছান। সেখান থেকে গতকাল মঙ্গলবার ভোরে বাসে করে ৫৬ সদস্যদের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হন।
একজন শিক্ষক বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির জন্য পাঁচ দিন তাঁদের ওই এলাকায় অবস্থান করার কথা রয়েছে। তাঁদের সঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার অংশগ্রহণ করলেও পরিচালনা কমিটির অন্য কোনো সদস্য অংশ গ্রহণ করেননি। আজ বুধবারও কলেজ বন্ধ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, জনপ্রতি প্রত্যেক শিক্ষককে সাত হাজার টাকা ধরা হয়েছে। এর মধ্যে চার হাজার টাকা কলেজের তহবিল থেকে ব্যয়ভার বহন করা হবে।
কয়েক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টাকায় স্যাররা আনন্দ ভ্রমণে গেছেন। যেহেতু কলেজ বন্ধ দিয়ে গেছেন, আমাদেরও নিতে পারতেন। আমরাও টাকা দিয়ে যেতাম।’
একজন অভিভাবক বলেন, কলেজের তহবিল মানেই শিক্ষার্থীদের টাকা। সেই টাকায় শিক্ষার্থী ছাড়া কলেজ বন্ধ দিয়ে শিক্ষকেরা তাঁদের পরিবার নিয়ে আনন্দ ভ্রমণে যান। এটা খুবই দুঃখজনক। সরকারি কোনো কর্মকর্তা কলেজ পরিচালনা কমিটির সভাপতি থাকলে অধ্যক্ষ এমন কাজটি করতে পারতেন না।
আনন্দ ভ্রমণের বিষয়ে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শিক্ষাসফর।’
শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সফর করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হলেও তাঁরা আসেনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে বলেছে শিক্ষাসফর।’
শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাব না দিয়ে দেখতে আছি বলে তিনি ফোন কেটে দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ আছে। শিক্ষকেরা আনন্দ ভ্রমণে গেছেন কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিক্ষকেরা নিয়মের ব্যত্যয় ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৭ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১০ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৭ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে