নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য ড. শুচীতা শরমিন এবং সহ-উপাচার্য ড. গোলাম রাব্বানীর দ্বন্দ্বের জেরে চিঠি চালাচালি চলছেই। সহ-উপাচার্যের ডাকা একাডেমিকবিষয়ক সভাকে বিধিবহির্ভূত দাবি করে উপাচার্য সে সভায় বিভাগীয় চেয়ারম্যানদের যেতে বারণ করে সম্প্রতি চিঠি দিয়েছেন। এবার সহ-উপাচার্য দাবি করেছেন, উপাচার্যের ওই চিঠির জেরে আগের সব একাডেমিক সভা অবৈধ হয়ে যেতে পারে। এ কারণে তিনি উপাচার্যকে তাঁর চিঠি প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
সহ-উপাচার্য গোলাম রাব্বানীর দপ্তর গতকাল রোববার এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, উপাচার্য শুচীতা শরমিন তাঁর চিঠি প্রত্যাহার না করলে বিগত সব একাডেমিক সভা অবৈধ হয়ে যাবে। এর আগে ৫ ফেব্রুয়ারি সহ-উপাচার্য এক চিঠিতে ৯ ফেব্রুয়ারি একাডেমিক সভা ডাকেন। তবে ৬ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় চেয়ারম্যানদের বলা হয়, ‘সহ-উপাচার্যের নির্দেশক্রমে পাঠানো পত্রটি নিয়মবহির্ভূত। ওই পত্রটি কোনোভাবেই আমলে না নেওয়ার জন্য উপাচার্যের নির্দেশে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে সহ-উপাচার্য গোলাম রাব্বানী বলেন, আইন অনুযায়ী তাঁর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় দেখা। সে কারণে তিনি ৯ ফেব্রুয়ারি একাডেমিকবিষয়ক এক সভায় চেয়ারম্যানদের আসার আহ্বান জানান। কিন্তু ভিসি পাল্টা চিঠি দিয়ে বলেন, তাঁর (সহ-উপাচার্য) ডাকা সভা বিধিবহির্ভূত। সেটাই যদি হয়, তাহলে পূর্বের একাডেমিক, পরীক্ষা-সংক্রান্ত সব চিঠিই অবৈধ। তাই তিনি এটি প্রত্যাহারের জন্য রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।
এ বিষয়ে জানতে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য শুচীতা শরমিনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে