বরগুনা প্রতিনিধি
দখল হয়ে যাওয়া বাপের ভিটা ও জমি ফেরতের দাবিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে অনশনে বসেছিলেন তিন বোন। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তাঁরা।
এরপর বেলা সাড়ে ৩টার দিকে বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক খাবার নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপারের আশ্বাসে অনশন ভাঙেন ওই তিন বোন।
অনশনে বসা তিন বোনের হলেন, রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তারা জেলার বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।
বড় বোন রুবি আক্তার জানান, ২০০৩ সালে বাবা আবদুর রশীদ মারা যান। তখন রুবির বয়স মাত্র ৭ বছর। বাবা মারা যাওয়ার এক বছর পর ২০০৪ সালে প্রতিবেশী ও দূরসম্পর্কের খালা হাসিনা বেগমের সঙ্গে চট্টগ্রাম চলে যান রুবি। ওই খালার তত্ত্বাবধানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় ২০১৩ সালে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। পোশাক কারখানায় কাজ করে বাড়িতে থাকা মা ও ছোট দুই বোনের ভরণ-পোষণ চালান। ২০১৪ সালের শুরুতে ছোট ভাই আল আমিনকে চট্টগ্রামে নিয়ে আসেন এবং কাভার্ডভ্যানের সহকারী হিসেবে কাজ দেন। কিন্তু ওই বছরের শেষের দিকে দুর্ঘটনায় ভাই আল-আমিনের মৃত্যু হয়। এর তিন বছর পর ২০১৭ রুবির মা খাদিজা বেগমও মারা যান। বাড়িতে থাকা দুই বোন বোনেরা নিরাপত্তাজনিত কারণে এলাকারই এক আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান। মেজ বোন জেসমিন এবার এসএসসি পরীক্ষার্থী, রুজিনা দশম শ্রেণিতে ভর্তি হয়েছে।
২০১৯ সালে এলাকায় ফিরে বাড়িতে আসেন রুবি। বাড়িতে গিয়ে দেখেন তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন প্রভাবশালী প্রতিবেশী আবদুল মান্নান, আশরাফ আলী ও শাহজাহান, সামসুজ্জামান দখলে নিয়েছেন।
রুবি বলেন, ‘২০১৯ সালে আমি বাড়িতে ফিরে জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি জমির কোনো নিলাম হয়নি।’
রুবি আরও বলেন, ‘বিষয়টি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা ও বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানকে জানিয়েছি। তাঁরা প্রত্যেকেই জমি বুঝিয়ে দিতে বামনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। কিন্তু থানায় ওসি আমাদের পাত্তাই দেয় না। এখন কি করব আমরা। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। বাবার জমি থাকতেও এখন নিজভূমে পরবাসী। আমরা অসহায় তিন বোন বাবার জমিটুকু ফেরত চাই। আমাদের দাবি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।’
জমি ও বসতি দখল প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আবদুল মান্নান বলেন, ‘ওই জমি আমাদের। কাগজপত্র আছে আমাদের কাছে। ওদের কোনো জমি নাই।’
বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক দুপুরের খাবার কিনে নিয়ে এসে তিন বোনের অনশন ভাঙান। এ সময় তিনি তিন বোনকে আশ্বস্ত করেন, জমি যদি তাঁদের হয় তবে ফেরত এনে দিতে যা যা সহযোগিতা দরকার করবেন তিনি। পুলিশ সুপারের আশ্বাসে খাবার খেয়ে অনশন ভাঙেন তিন বোন। পরে পুলিশ সুপার বোনদের নিয়ে তাঁদের বাড়ি বামনার উদ্দেশ্যে রওনা হন।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওনাদের বিষয়টি মানবিক। তাঁদের (তিন বোনের) মা-বাবা-ভাই কেউ বেঁচে নেই। আশ্রয়ের জমিটুকুও যদি বেহাত হয়ে থাকে তবে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি সরেজমিনে পরিদর্শন করতে ওনাদের বাড়িতে যাচ্ছি। কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
দখল হয়ে যাওয়া বাপের ভিটা ও জমি ফেরতের দাবিতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাফনের কাপড় পড়ে অনশনে বসেছিলেন তিন বোন। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তাঁরা।
এরপর বেলা সাড়ে ৩টার দিকে বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক খাবার নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপারের আশ্বাসে অনশন ভাঙেন ওই তিন বোন।
অনশনে বসা তিন বোনের হলেন, রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। তারা জেলার বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে।
বড় বোন রুবি আক্তার জানান, ২০০৩ সালে বাবা আবদুর রশীদ মারা যান। তখন রুবির বয়স মাত্র ৭ বছর। বাবা মারা যাওয়ার এক বছর পর ২০০৪ সালে প্রতিবেশী ও দূরসম্পর্কের খালা হাসিনা বেগমের সঙ্গে চট্টগ্রাম চলে যান রুবি। ওই খালার তত্ত্বাবধানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় ২০১৩ সালে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। পোশাক কারখানায় কাজ করে বাড়িতে থাকা মা ও ছোট দুই বোনের ভরণ-পোষণ চালান। ২০১৪ সালের শুরুতে ছোট ভাই আল আমিনকে চট্টগ্রামে নিয়ে আসেন এবং কাভার্ডভ্যানের সহকারী হিসেবে কাজ দেন। কিন্তু ওই বছরের শেষের দিকে দুর্ঘটনায় ভাই আল-আমিনের মৃত্যু হয়। এর তিন বছর পর ২০১৭ রুবির মা খাদিজা বেগমও মারা যান। বাড়িতে থাকা দুই বোন বোনেরা নিরাপত্তাজনিত কারণে এলাকারই এক আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান। মেজ বোন জেসমিন এবার এসএসসি পরীক্ষার্থী, রুজিনা দশম শ্রেণিতে ভর্তি হয়েছে।
২০১৯ সালে এলাকায় ফিরে বাড়িতে আসেন রুবি। বাড়িতে গিয়ে দেখেন তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন প্রভাবশালী প্রতিবেশী আবদুল মান্নান, আশরাফ আলী ও শাহজাহান, সামসুজ্জামান দখলে নিয়েছেন।
রুবি বলেন, ‘২০১৯ সালে আমি বাড়িতে ফিরে জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি জমির কোনো নিলাম হয়নি।’
রুবি আরও বলেন, ‘বিষয়টি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা চেয়ারম্যান লিটু মৃধা ও বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানকে জানিয়েছি। তাঁরা প্রত্যেকেই জমি বুঝিয়ে দিতে বামনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। কিন্তু থানায় ওসি আমাদের পাত্তাই দেয় না। এখন কি করব আমরা। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। বাবার জমি থাকতেও এখন নিজভূমে পরবাসী। আমরা অসহায় তিন বোন বাবার জমিটুকু ফেরত চাই। আমাদের দাবি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।’
জমি ও বসতি দখল প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আবদুল মান্নান বলেন, ‘ওই জমি আমাদের। কাগজপত্র আছে আমাদের কাছে। ওদের কোনো জমি নাই।’
বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক দুপুরের খাবার কিনে নিয়ে এসে তিন বোনের অনশন ভাঙান। এ সময় তিনি তিন বোনকে আশ্বস্ত করেন, জমি যদি তাঁদের হয় তবে ফেরত এনে দিতে যা যা সহযোগিতা দরকার করবেন তিনি। পুলিশ সুপারের আশ্বাসে খাবার খেয়ে অনশন ভাঙেন তিন বোন। পরে পুলিশ সুপার বোনদের নিয়ে তাঁদের বাড়ি বামনার উদ্দেশ্যে রওনা হন।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওনাদের বিষয়টি মানবিক। তাঁদের (তিন বোনের) মা-বাবা-ভাই কেউ বেঁচে নেই। আশ্রয়ের জমিটুকুও যদি বেহাত হয়ে থাকে তবে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি সরেজমিনে পরিদর্শন করতে ওনাদের বাড়িতে যাচ্ছি। কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে