Ajker Patrika

হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

হিজলা (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪: ২৭
হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বরিশালের হিজলা উপজেলার বীজতলা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কাঞ্চন রাঢ়ী (৬৫) নামে একজন মারা যান। এতে উভয় গ্রুপের অন্তত আটজন আহত হন। গতকাল বুধবার বেলা ১১টায় হিজলা গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন, রাসেল রাঢ়ী (৩২), ইউসুফ রাঢ়ী (৪৫), মিলন মোল্লা (মিলা ৬৫) ও মহিউদ্দিন মোল্লা (৪০)। আহতরা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। 

এঁদের মধ্যে গুরুতর আহত কাঞ্চন রাঢ়ী (৬৫) বরিশাল সের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে সরেজমিনে গেলে দুই পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার জানান, গতকাল বুধবার বেলা আনুমানিক ১১টার সময় কাঞ্চন রাঢ়ীর ভাতিজা সেলিম রাঢ়ীর ছাগল আবুল মোল্লার বীজতলা খেয়ে ফেলে। এ নিয়ে মোল্লা পরিবার ও রাঢ়ী পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত