Ajker Patrika

শেবাচিমের করোনা ওয়ার্ড ৩০০ শয্যায় উন্নীত

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৯: ৩২
শেবাচিমের করোনা ওয়ার্ড ৩০০ শয্যায় উন্নীত

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ৫০ শয্যা বাড়ছে। করোনা রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে। এর মাধ্যমে হাসপাতালটির করোনা ওয়ার্ডে মোট শয্যার সংখ্যা ৩০০।

হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে মোট করোনা রোগী ভর্তি আছেন ২২০ জন। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে মোট শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩।

জে খান স্বপন আরও জানান, শুরুতে করোনা ওয়ার্ডের শয্যা ছিল ৫০ টি। এটি গত সপ্তাহে ছিল ২৫০ শয্যার। রোগী বাড়ায় চলতি সপ্তাহে বৃদ্ধি করে ৩০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বাড়ায় দিন দিন রোগী সংখ্যা বাড়ছে। তাই আরও ৫০টি বেড বাড়ানো হয়েছে। হাসপাতালের লজিস্টিক সাপোর্টও বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত