Ajker Patrika

ভোলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ভোলা প্রতিনিধি
ভোলায় ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ভোলায় ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা যা-ই হোন না কেন, তাঁদের যেন ছাড় না দেওয়া হয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেন নেতারা।

বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত