নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরের দুই সহোদর। ফুটপাতে তাঁরা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন। এতে নগরের ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।
দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার। ১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’
জানতে চাইলে বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে একধরনের সেবা মনে করছেন।
রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরের দুই সহোদর। ফুটপাতে তাঁরা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন। এতে নগরের ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।
দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার। ১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’
জানতে চাইলে বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে একধরনের সেবা মনে করছেন।
১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সন্দেহভাজনের তল্লাশিও করা হচ্ছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ...
৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট হবে ব্যালট পেপারে। ভোট গ্রহণ শেষে গণনা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটারদের বৃত্ত পূরণ করে ভোট দিতে হবে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন নিয়ে তথ্যচিত্র করা হচ্ছে। সেই তথ্যচিত্রের শুটিংয়ে সিলেটে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার সকালের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি।
১৫ মিনিট আগেসিরাজগঞ্জ শহরের কওমি জুটমিলে এক কোণের বারান্দায় থাকেন সালেয়া বেগম। বয়স পেরিয়েছে ৬০। অনেকে তাঁকে ‘সালে পাগল’ নামেই চিনতেন। প্রতিদিন সকালবেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হতেন, বিকেলে ফিরে আসতেন নীরবে। কেউ জানত না, তাঁর নিঃশব্দ জীবনে ধীরে ধীরে জমিয়ে গেছেন টাকা-কড়ি।
১৮ মিনিট আগে