Ajker Patrika

সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরবে না: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯: ৫১
সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরবে না: ডা. জাহিদ

বর্তমান সরকারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য ১/১১ সরকারের সঙ্গে আঁতাত করে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সেদিন কারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আবার আঁতাত করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছিল, দেশবাসীর তা জানা আছে। এই সরকারকে বিদায় করতে না পারলে জনগণ ভোটাধিকার ফিরে পাবেন না। 

আজ শনিবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা ডা. জাহিদ আরও বলেন, সরকার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছ থেকে দেশের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাঠ্যপুস্তকে নিত্যনতুন বিভ্রান্তিমূলক তথ্য আনার চেষ্টা করছে। দেশ স্বাধীন হওয়ার পরে তারা দেশের সব পত্রিকা বন্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব আরিফুর রহমান তুহিন সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। 

বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত