নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।
রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।
সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।
রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।
সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
১৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ মিনিট আগেফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনেভা ক্যাম্প।মাদকের কারবারের দখল নিয়ে ক্যাম্পের দুটি গ্রুপের মধ্যে টানা পাঁচ দিন ধরে সংঘর্ষ চলছে।একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৩১ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
১ ঘণ্টা আগে