Ajker Patrika

বাউফলে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর বাউফল উপজেলায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিল হান্ট অভিযানে তাঁরা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমণি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সহসভাপতি ইমরান ব্যাপারী।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছরের ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ওই ঘটনায় সংশ্লিষ্টতা ছিল।

জানা গেছ, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ ঢাকার ভাটারা থানার হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকেও এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই হামলা মামলার প্রধান আসামি।

ওসি কামাল হোসেন বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত