নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েক বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামের এক যুবক।
সাহিন সিকদার কলেজসংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা। আজ রোববার সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সাহিন সিকদারের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে সাহিন সিকদার বলেন, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষের মালিকানাধীন মাতৃছায়া কিন্ডারগার্টেনের সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে কলেজের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ।
চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছরের ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সাহিন দুটি মামলা করেছেন। কিন্তু মামলা পরিচালনায় আদালতে না যেতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’
অধ্যক্ষের দাবি, টাকা ফেরত বাবদ সাহিন ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন।
তবে সাহিন বলেন, তাঁকে অপহরণের সময় সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তিন মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।
চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েক বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামের এক যুবক।
সাহিন সিকদার কলেজসংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা। আজ রোববার সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সাহিন সিকদারের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে সাহিন সিকদার বলেন, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষের মালিকানাধীন মাতৃছায়া কিন্ডারগার্টেনের সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে কলেজের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ।
চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছরের ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সাহিন দুটি মামলা করেছেন। কিন্তু মামলা পরিচালনায় আদালতে না যেতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’
অধ্যক্ষের দাবি, টাকা ফেরত বাবদ সাহিন ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন।
তবে সাহিন বলেন, তাঁকে অপহরণের সময় সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তিন মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।
চিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
২ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৮ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১০ মিনিট আগেকক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবা পিসগুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত
১৬ মিনিট আগে