Ajker Patrika

জেলেপল্লিতে এক টাকায় এক বেলা আহার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২৩
জেলেপল্লিতে এক টাকায় এক বেলা আহার

এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়। 

আজ শুক্রবার জেলেপল্লিতে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন ও এক টাকায় এক বেলা খাবার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা। 

শিশুদের নিয়ে খেলার পাশাপাশি আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা। 

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলেপল্লির শিশুদের সঙ্গে বৈষম্য দূর করতে উদ্যোগ নিয়েছি এক টাকায় এক বেলা খাবারের। আমরা তাদের এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে। 

এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তৃতীয় শ্রেণির ছাত্র চন্দন বলে, ‘আমার প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছি এবং এক টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করেছি।’ 

প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র বলেন, ২০১৮ সালের ১৭ মার্চ হাতেখড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদ-তীরবর্তী জেলেদের সন্তানদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। মৌলিক অধিকার নিশ্চিত, নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ তৈরিসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে চেষ্টা করে যাচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশন। 

এ ছাড়া বাল্যবিবাহ রোধ, ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বিনা মূল্যে রক্তদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজেও রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের বিচরণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত