Ajker Patrika

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৬

প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৬: ১০
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৬

পটুয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কলাপাড়ায় ১৪ জন, দশমিনায় ৭ জন, গলাচিপায় ১ জন, বাউফলে ৩৮ জন, দুমকী ২ জন, মির্জাগঞ্জে ২৬ জন। 

করোনার শুরু থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। বর্তমানে জেলায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯২৩ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ৪৩ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৮৮০ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, জেলায় আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবাই সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত