Ajker Patrika

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করতে গিয়ে বাধার মুখে পড়েছেন শিক্ষা ক্যাডারের দুই কর্মকর্তা। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে আজ রোববার তাঁদের যোগদানে বাধা দেন এবং কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী কর্মচারীরা।

পদায়নকৃত দুই কর্মকর্তা হলেন উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ ও উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান।

বোর্ড সূত্র জানিয়েছে, বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান ও যশোরের একটি কলেজের সহযোগী অধ্যাপক হাসান মাহমুদকে সম্প্রতি শিক্ষা বোর্ডে পদায়ন করে শিক্ষা অধিদপ্তর। যোগদান করতে তাঁরা আজ দুপুরে বোর্ডে গিয়ে বিএনপিপন্থী কর্মচারীদের তোপের মুখে পড়েন। পরে অবশ্য বিএনপিপন্থী পরিচয়ধারী কয়েকজনের সহযোগিতায় ওই দুজন কর্মক্ষেত্রে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামরুজ্জামান বিএম কলেজে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ নিয়ন্ত্রিত শিক্ষক পরিষদের সদস্য এবং হাসান মাহমুদ আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা দুই কর্মকর্তার কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন।

বোর্ডের কর্মচারী নেতা ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ওই দুই কর্মকর্তা কলেজে কর্মরত থাকাকালীন ‘আওয়ামী লীগের দোসর’ ছিলেন।

পরে এই দুজনের যোগদানে বাধা দেওয়ার খবর পেয়ে বোর্ডে যান বিএনপিপন্থী কয়েকজন নেতা। তাঁরা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী কক্ষের তালা খুলে দেন এবং যোগদানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ ব্যপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, দুজন সহযোগী অধ্যাপককে মন্ত্রণালয় বোর্ডে পদায়ন করেছে। বিধি অনুযায়ী তিনি তাঁদের যোগদানের ব্যবস্থা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত