Ajker Patrika

ভোলা জেনারেল হাসপাতাল: পদায়ন পেয়েও কর্মস্থলে যোগ দেননি ৮ চিকিৎসক

ভোলা প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদায়ন পেয়ে কার্যদিবসের শেষ দিনেও কর্মস্থলে যোগদান করেননি ৮ স্বাস্থ্য কর্মকর্তা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তাইয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ৪ জন সহকারী সার্জন পদে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদায়ন পান। তাঁরা হলেন সহকারী রেজিস্ট্রার শেখ সাইদুল আলম, মো. ইয়াসির হাসনাত, মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ও সহকারী সার্জন মো. মশিউর রহমান।

১৫ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদেরকে পদায়ন করা হয়।

এ প্রজ্ঞাপন জারির তিন কর্মদিবসের মধ্যে তাঁদেরকে পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। কিন্তু বুধবার (২১ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কেউই তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দেননি।

অন্যদিকে ১৭ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে চার স্বাস্থ্য কর্মকর্তাকে পদায়ন করা হয়। তাঁরা হলেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস) আইনুন নাহার, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) মো. হাবিবুর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) মো. তানজিনুল হক ও জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) মিতু দেবনাথ।

১৭ মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদেরকে এই পদায়ন করা হয় এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তাঁরা বুধবার (২১ মে) দুপুর পর্যন্ত পদায়িত কর্মস্থলে যোগ দেননি। এতে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘পদায়ন করা ৮ স্বাস্থ্য কর্মকর্তা এখনো কর্মস্থলে যোগদান করেননি। তবে মশিউর রহমান নামের একজন মেডিকেল অফিসার আগামীকাল (২২ মে) যোগদান করবেন বলে আমাকে জানিয়েছেন। অন্যরা কেন যোগদান করেননি, সে বিষয়ে কিছু বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত