Ajker Patrika

২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিধবা ও তাঁর ছেলেকে হত্যার হুমকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বিধবা ও তাঁর ছেলেকে হত্যার হুমকি

বিশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক বিধবা ও তাঁর ছেলেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে বিধবা লাইলি বেগম বলেন, ‘আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার চলে। এ ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী জসিম কাজী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি এ চাঁদা টাকা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাঁর ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না।’

লাইলি বেগম আরও বলেন, জসিম কাজী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করে। সন্ত্রাসী জসিম কাজী হাত থেকে রক্ষায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। 

এ বিষয়ে জসিম কাজী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ তবে প্রাণনাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত