Ajker Patrika

পবিপ্রবিতে 'শেখ রাসেল দিবস-২০২১' পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পবিপ্রবিতে 'শেখ রাসেল দিবস-২০২১' পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালিত হয়েছে। শেখা রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো দেশেই এই দিবসটি পালিত হচ্ছে। 

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর, সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠান হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বক্তব্যে তিনি বলেন, শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতেন তবে শান্তির দূত হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা পেতেন। 

তিনি শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন স্বদেশ চন্দ্র সামন্ত। পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত