পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে প্রথমবারের মতো বিনা চাষে আলু উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষকেরা। লবণাক্ত জমিতে কম খরচ, কম সার ও কম সেচ দিয়ে ভালো ফসল পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ পদ্ধতি ব্যবহারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এই পদ্ধতিতে আলু উৎপাদনে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ৫০ শতাংশ জমিতে বিনা চাষে আলুর আবাদ করেছেন স্থানীয় কৃষক জাকির হোসেন। ধান কাটার পরপরই ভেজা মাটিতে কোনো চাষ না দিয়েই নির্দিষ্ট দূরত্বে আলু বপন করেন। পরে খেতে খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া হয়।
কৃষি বিভাগ বলছে, প্রচলিত পদ্ধতিতে বেশি ফলন হলেও এখানে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও বিনা চাষে এই আলু একর প্রতি ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন পাওয়ার সম্ভাবনা দেখিয়েছে। এ ছাড়া এই আলু দেখতেও অনেক সুন্দর। কম খরচে ভালো ফলন পেয়ে খুশি কৃষক জাকির হোসেন।
ধানখালী এলাকার কৃষক জাকির হোসেন বলেন, ‘বিনা চাষেও আলু হতে পারে এটা আমাদের জানাই ছিল না। কৃষি গবেষণা বিভাগ আমাদের এই আলুর বীজ দেয়। তাঁদের সহযোগিতায় বিনা চাষে ভালো আলু পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলুর ভালো ফলন হওয়ায় আমি খুশি। প্রতিবছরই এভাবে আলু আবাদ করব।’
ওই এলাকার কৃষক জহিরুল ইসলাম বলেন, ‘বিনা পরিশ্রমে আলু আবাদ করা যায় তা এই প্রথম দেখলাম জাকির ভাইয়ের খেত থেকে। আমাদের এই লবণাক্ত জমিতে ধান ছাড়া কিছুই হতো না। আমরা কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, আমাদের এলাকায় এই আলুর বীজ দেওয়ার জন্য। এখন আমি নিজেও এভাবে আলু আবাদ করব।’
এ ব্যাপারে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম বলেন, ‘দক্ষিণ অঞ্চলে আমন ধান কিছুটা বিলম্বে কাটা হয়। পরে জমি চাষ দেওয়াসহ প্রস্তুত করার আর সময় থাকে না। সে কারণে এই পদ্ধতি ব্যবহার করে সহজেই আলু চাষ বাড়ানো সম্ভব।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আলু ৭২ এবং ৭৮ জাত দুটি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও ভালো ফলন দিতে পারে। এ কারণে লবণ ও তাপ সহনশীল এই জাতটি চাষে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।’
পটুয়াখালীতে প্রথমবারের মতো বিনা চাষে আলু উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষকেরা। লবণাক্ত জমিতে কম খরচ, কম সার ও কম সেচ দিয়ে ভালো ফসল পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ পদ্ধতি ব্যবহারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এই পদ্ধতিতে আলু উৎপাদনে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ৫০ শতাংশ জমিতে বিনা চাষে আলুর আবাদ করেছেন স্থানীয় কৃষক জাকির হোসেন। ধান কাটার পরপরই ভেজা মাটিতে কোনো চাষ না দিয়েই নির্দিষ্ট দূরত্বে আলু বপন করেন। পরে খেতে খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া হয়।
কৃষি বিভাগ বলছে, প্রচলিত পদ্ধতিতে বেশি ফলন হলেও এখানে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও বিনা চাষে এই আলু একর প্রতি ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন পাওয়ার সম্ভাবনা দেখিয়েছে। এ ছাড়া এই আলু দেখতেও অনেক সুন্দর। কম খরচে ভালো ফলন পেয়ে খুশি কৃষক জাকির হোসেন।
ধানখালী এলাকার কৃষক জাকির হোসেন বলেন, ‘বিনা চাষেও আলু হতে পারে এটা আমাদের জানাই ছিল না। কৃষি গবেষণা বিভাগ আমাদের এই আলুর বীজ দেয়। তাঁদের সহযোগিতায় বিনা চাষে ভালো আলু পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলুর ভালো ফলন হওয়ায় আমি খুশি। প্রতিবছরই এভাবে আলু আবাদ করব।’
ওই এলাকার কৃষক জহিরুল ইসলাম বলেন, ‘বিনা পরিশ্রমে আলু আবাদ করা যায় তা এই প্রথম দেখলাম জাকির ভাইয়ের খেত থেকে। আমাদের এই লবণাক্ত জমিতে ধান ছাড়া কিছুই হতো না। আমরা কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, আমাদের এলাকায় এই আলুর বীজ দেওয়ার জন্য। এখন আমি নিজেও এভাবে আলু আবাদ করব।’
এ ব্যাপারে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম বলেন, ‘দক্ষিণ অঞ্চলে আমন ধান কিছুটা বিলম্বে কাটা হয়। পরে জমি চাষ দেওয়াসহ প্রস্তুত করার আর সময় থাকে না। সে কারণে এই পদ্ধতি ব্যবহার করে সহজেই আলু চাষ বাড়ানো সম্ভব।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আলু ৭২ এবং ৭৮ জাত দুটি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও ভালো ফলন দিতে পারে। এ কারণে লবণ ও তাপ সহনশীল এই জাতটি চাষে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।’
গতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৭ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৭ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে