Ajker Patrika

আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ০৯
আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ 

দিনে গরম রাতে ঠান্ডা—এই আবহাওয়া পরিবর্তনের কারণে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়ায় উপজেলার গৈলা গ্রামের খোকন হাওলাদারের ছেলে রমিন (বয়স ২ মাস), রাজিহার গ্রামের শরীফ ফকিরের ছেলে আরিয়ান (২ মাস), বাশাইল গ্রামের রণজিত মজুমদারের ছেলে রাহুল (১৩ মাস), বাকাল গ্রামের হারুন ফকিরের মেয়ে হাবিবা খানম (১০ মাস), দক্ষিণ শিহিপাশা গ্রামের সুজন সরদারেরছেলে আউয়াল (১ বছর), কারফা গ্রামের অভিনাশ বাড়ৈর ছেলে ঈষান (৯ মাস) এবং পূর্ব সুজনকাঠি গ্রামের জয়দেব দাসের বর্নিল দাস (৭ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাঠৈ গ্রামের নিলুফা বেগম (৪৫), চাঁদত্রিশিরা গ্রামের আব্দুল গনি (৭০), বাকাল গ্রামের মুরাদ হোসেন (৪৫) ও ওটরা গ্রামের ১৩ মাস বয়সের আয়ান হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকেরা। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকার কারণে রোগীর সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা দ্রুত সুস্থতা লাভ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত