Ajker Patrika

পুলিশের তাড়া খেয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পুলিশের তাড়া খেয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

পটুয়াখালীতে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় দুমকী উপজেলার ভূমি অফিস রোডে এ ঘটনা ঘটে।

ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৪টায় তাঁর মৃত্যু হয়। 

নিহত শ্রমিকের নাম—বিপ্লব হাওলাদার (৩৫)। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক। তিনি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মামুন মঙ্গলবার সকাল ১০টায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব হাওলাদারকে গ্রেপ্তার করতে যান। উপজেলা ভূমি অফিস রোডের নির্মাণাধীন ৫ তলা ভবনের ওপরে গিয়ে ওই শ্রমিক বিপ্লবকে গ্রেপ্তারের চেষ্টা করেন। একপর্যায়ে আসামি বিপ্লব দৌড়ে নামার সময় রেলিং বিহীন সিঁড়ি থেকে পা ফসকে নিচে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে প্রথম তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিপ্লব হাওলাদারের চাচাতো ভাই মো. কামাল হাওলাদার বলেন, ‘মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। পুলিশের বিরুদ্ধে তাঁর (বিপ্লবের) পরিবারের কোনো অভিযোগ নেই।’

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত