নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে কাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই অবরোধের ঘোষণা আসে। অবস্থান কর্মসূচি শেষে তাঁরা বিক্ষোভ করেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২৮ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। এবার উপাচার্যকে অপসারণে আগামীকাল বেলা ২টা পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্র-শিক্ষকেরা।
আজ অবস্থান কর্মসূচি শেষে বেলা ১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৮তম দিনে তাঁরা ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা অভিযোগ করেন, বারবার সরকারকে জানানোর পরও কোনো সাড়া মেলেনি। অবরোধে যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে। তাঁরা স্পষ্ট ভাষায় জানান, আগামীকাল বেলা ১টা ৫৯ মিনিটের মধ্যে যদি উপাচার্যকে অপসারণ করা না হয়, তবে তাঁরা দক্ষিণবঙ্গ অচল করে দেবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ২টার মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ২৮তম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে ব্লকেড কর্মসূচিতে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। তাদের পাশে আছি।’
সবাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষক–কর্মকর্তা এখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ছাত্রদের যৌক্তিক দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
১ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
২ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে