Ajker Patrika

ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, কোনো বিচ্যুতি দেখিনি: জাপার রুহুল আমিন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২১: ২৭
ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, কোনো বিচ্যুতি দেখিনি: জাপার রুহুল আমিন

‘ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে এসেছি, কোনো বিচ্যুতি দেখি নাই’—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জোটের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাটে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাপা প্রার্থীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল আমিন বলেন, ‘ভারত তো আমাদের প্রতিনিধি, তারা কীভাবে আছে আমি তো জানি। কালকে গেছিলাম ভারতের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার আমন্ত্রণে ঢাকায় এবং যারা এই দেশ চালায়, তাদের সঙ্গে কথা বলে এসেছি। আমি তো কোথাও কোনো বিচ্যুতি দেখি নাই।’ 

রাশিয়া সরকারের সঙ্গে আছে জানিয়ে রুহুল আমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি আজ বিশ্বে অনন্য। এই আমেরিকা আমাদের বিরোধিতা করে ১৯৭২ সালে চলে গেছে। রাশিয়া আমাদের সঙ্গে আছে। এখন বহু রাশিয়া আমাদের সঙ্গে আছে।’ 

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত