Ajker Patrika

পটুয়াখালীর কিশোরের বিস্ময়কর 'ডিফেন্স করোনা' অ্যাপের উদ্ভাবন

প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৩: ৫৫
পটুয়াখালীর কিশোরের বিস্ময়কর 'ডিফেন্স করোনা' অ্যাপের উদ্ভাবন

করোনা ভাইরাসের লক্ষণ যাচাই করে সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিকে চিহ্নিত করে সুস্থ ব্যক্তিদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে ব্যবহৃত অ্যাপ 'ডিফেন্স করোনা'। অ্যান্ড্রয়েড ও আই. ও. এস. অ্যাপ্লিকেশন টাইপের এই অ্যাপটি তৈরি করেছে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম রহমান।

সিয়াম রহমান পটুয়াখালী জেলা প্রশাসনের ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রোটোটাইপ প্রজেক্টটি উপস্থাপন করে পটুয়াখালী জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছেন। পরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী সিয়ামকে অ্যাপের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিলেও টাকার অভাবে পূর্ণাঙ্গ অ্যাপে রূপান্তর করতে পারেনি সিয়াম। বর্তমানের অ্যাপের কয়েকটি ফিচার সক্রিয় ভাবে কাজ করছে।

অ্যাপের উদ্ভাবক সিয়াম রহমান জানান, 'ডিফেন্স করোনা' অ্যাপটি অফলাইনে ব্যবহারকারীর সার্বক্ষণিক হাঁচি-কাশির সংখ্যা ও মাত্রা, জনসমাগমে গেলে সতর্কবার্তা প্রদান ও মাস্ক পরিধান করতে নির্দেশ দেওয়া এবং চোখের রং নিরীক্ষা করা, বাসায় ফেরার পর হাত ধোয়ার নির্দেশ দেবে এই অ্যাপ। পরবর্তীতে এই সকল বিষয় সমূহের ওপর ভিত্তি করে, অ্যাপটির ব্যবহারকারী করোনা সংক্রমণের ঝুঁকিতে আছে কিনা, তা প্রতি ৭ দিন পর পর একটি ফলাফল প্রদান করবে এবং সকল ফলাফল ব্যবহারকারীর প্রোফাইলে সংরক্ষিত থাকবে।

সিয়াম আরও জানান, ব্যবহারকারী তাঁর শারীরিক গতিবিধির তথ্য দেখতে পেয়ে নিজে সতর্ক হতে পারবে এবং অন্যকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন। যদি ব্যবহারকারীকে পাঠানো ফলাফল ঝুঁকির সংকেত দেয়, তাহলে তাঁকে করোনা টেস্ট করার জন্য নিকটস্থ করোনা টেস্ট ল্যাবে যাওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হবে এই অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারী কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা টেস্ট ল্যাবে না গেলে, সেবাকেন্দ্র কর্তৃপক্ষ অ্যাডমিন প্যানেলের সাহায্যে তাঁর সরাসরি অবস্থান পর্যবেক্ষণ করে তাঁকে করোনা টেস্ট করবে। টেস্ট ল্যাবে পরীক্ষিত ফলাফল অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ব্যবহারকারীর প্রোফাইলে প্রদান করতে পারবে। অপরদিকে এই অ্যাপ একজন ভেক্সিনেটেড ব্যক্তির জন্যও অপরিহার্য ভূমিকা পালন করবে। ভেক্সিনেটেট ব্যক্তিরা আলাদা ক্যাটাগরির ব্যবহারকারী হিসেবে থাকবেন এবং ভ্যাকসিন গ্রহণের পরবর্তী অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন ও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে সক্ষম হবেন।

সিয়াম আরও বলেন, এই অ্যাপ করোনা রোগীর শারীরিক গতিবিধি সম্পর্কে জানা এবং রোগীদের মানসিকভাবে ভেঙে না পড়া ও প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য প্রদানে বিশেষ ভূমিকা পালন করবে। করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট পরিবর্তনের সঙ্গে ভ্যাকসিনের কার্যকারিতাও পরিবর্তিত হয় এবং সংশ্লিষ্ট ভ্যারিয়েন্টের জন্য কার্যকরী ভ্যাকসিন প্রণয়ন সময়সাপেক্ষ হলেও সংক্রমণের লক্ষণ প্রায় একই থাকে বিধায় করোনার নতুন লক্ষণ ধরা পড়লে তার সেন্সিভিটি ফিচারসমূহ অ্যাপ-এ খুব দ্রুত সংযুক্ত করা যাবে; ফলে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট পরিবর্তন হলেও প্রভাবশালী হতে পারবে না এবং সংক্রমণ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ ছাড়া এই তথ্যবহুল অ্যাপ এর মাধ্যমে ব্যবহারকারী তার নিকটস্থ সেবাকেন্দ্রের যোগাযোগ করতে পারবে, বেড সংখ্যা, নিকটস্থ স্বেচ্ছাসেবকদের তথ্য, করোনা ও ভ্যাকসিন আপডেট, প্লাজমা ব্লাড সংগ্রহ, লকডাউন এলাকা, রেড জোন এলাকা, লাইভে চিকিৎসকের পরামর্শ গ্রহণসহ কোভিড সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য জানতে পারবে।

সিয়াম বলেন, ‘আমি স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্য। সংগঠনটির ব্যবস্থাপনায় ও পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে গত ডিসেম্বর ২০২০ এ আমার 'ডিফেন্স করোনা' প্রোজেক্ট নিয়ে কাজ করা শুরু করি এবং ১০ জানুয়ারি ২০২১-এ, প্রোটোটাইপ প্রজেক্টটি ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপস্থাপন করি। পটুয়াখালী জেলা পর্যায়ে এই কারণে ৩য় স্থান অধিকার করি। জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমি আমার প্রোজেক্ট এর ট্রায়াল ভার্সন প্রস্তুত করার জন্য আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি।’

পটুয়াখালী জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, সিয়াম আমাদের স্কুলের মেধাবী ছাত্র। করোনাকালীন এই মহামারিতে সে খুব ভালো একটি অ্যাপস উদ্ভাবন করেছে, যা এ সময় খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপসটির পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা জেলা প্রশাসক বরাবর সহযোগিতার জন্য একটি আবেদন করেছি তবে এখনো কোনো ফলাফল পাইনি। তবে বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলোচনা করব।’

এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বলেন, ‘পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম রহমান উদ্ভাবিত 'ডিফেন্স করোনা' অ্যাপটি দেখেছি। এটা অত্যন্ত বিজ্ঞান সম্মত, অনেক ফিচার যুক্ত এবং তথ্যবহুল, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এটা যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিলে সাধারণ মানুষ উপকৃত হবে। আমরা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।’

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান বলেন, ‘আমি সিয়ামের উদ্ভাবন সম্পর্কে জানি। সে পুরস্কার পেয়েছিল। সে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে এলে এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কে আমরা তথ্য ও প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত