Ajker Patrika

বিএম কলেজের ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বরিশাল-কুয়াকাটা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২১: ৩৫
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বাসভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বরিশাল-কুয়াকাটা, বরিশাল-ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রূপাতলী বাস টার্মিনালে সিন্ডিকেটের কারণে বারবার হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে বিএম কলেজের ছাত্রী লিপি আক্তারকে তাওহিদ নামে একটি বাসের শ্রমিক হেনস্তা করে। লিপি গ্রামের বাড়ি মঠবাড়িয়া থেকে বরিশালে ফিরছিলেন।

হেনস্তার খবর পেয়ে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নানা দাবি তোলায় শ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ ঘটনার প্রতিবাদ জানাতে বিএম কলেজছাত্ররা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

ছাত্রী লাঞ্ছিত হওয়া বাসটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার্থী লাঞ্ছনার খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। উল্টো শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

তবে রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, হামলা-ভাঙচুর কিংবা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি না করে বাস স্টাফ ও মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। এতে জনদুর্ভোগ হতো না বলে জানান তিনি।

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, বাস টার্মিনালের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং হামলাকারী শ্রমিকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করলেও রূপাতলী থেকে কুয়াকাটা এবং রূপাতলী থেকে ঝালকাঠি-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত