নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাসভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বরিশাল-কুয়াকাটা, বরিশাল-ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রূপাতলী বাস টার্মিনালে সিন্ডিকেটের কারণে বারবার হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে বিএম কলেজের ছাত্রী লিপি আক্তারকে তাওহিদ নামে একটি বাসের শ্রমিক হেনস্তা করে। লিপি গ্রামের বাড়ি মঠবাড়িয়া থেকে বরিশালে ফিরছিলেন।
হেনস্তার খবর পেয়ে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নানা দাবি তোলায় শ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
এ ঘটনার প্রতিবাদ জানাতে বিএম কলেজছাত্ররা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
ছাত্রী লাঞ্ছিত হওয়া বাসটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার্থী লাঞ্ছনার খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। উল্টো শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তবে রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, হামলা-ভাঙচুর কিংবা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি না করে বাস স্টাফ ও মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। এতে জনদুর্ভোগ হতো না বলে জানান তিনি।
শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, বাস টার্মিনালের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং হামলাকারী শ্রমিকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করলেও রূপাতলী থেকে কুয়াকাটা এবং রূপাতলী থেকে ঝালকাঠি-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বাসভাড়া নিয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বরিশাল-কুয়াকাটা, বরিশাল-ঝালকাঠীসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রূপাতলী বাস টার্মিনালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রূপাতলী বাস টার্মিনালে সিন্ডিকেটের কারণে বারবার হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে বিএম কলেজের ছাত্রী লিপি আক্তারকে তাওহিদ নামে একটি বাসের শ্রমিক হেনস্তা করে। লিপি গ্রামের বাড়ি মঠবাড়িয়া থেকে বরিশালে ফিরছিলেন।
হেনস্তার খবর পেয়ে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নানা দাবি তোলায় শ্রমিকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
এ ঘটনার প্রতিবাদ জানাতে বিএম কলেজছাত্ররা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
ছাত্রী লাঞ্ছিত হওয়া বাসটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার্থী লাঞ্ছনার খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। উল্টো শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তবে রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, হামলা-ভাঙচুর কিংবা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি না করে বাস স্টাফ ও মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। এতে জনদুর্ভোগ হতো না বলে জানান তিনি।
শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, বাস টার্মিনালের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং হামলাকারী শ্রমিকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করলেও রূপাতলী থেকে কুয়াকাটা এবং রূপাতলী থেকে ঝালকাঠি-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৮ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে