Ajker Patrika

ইঁদুরের ফাঁদে কর্মচারীর মৃত্যু, দোকানমালিক গ্রেপ্তার

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 
ইঁদুরের ফাঁদে কর্মচারীর মৃত্যু, দোকানমালিক গ্রেপ্তার

ইঁদুরের উপদ্রবে দোকানে পেতেছিলেন বৈদ্যুতিক তারের ফাঁদ। জানতেন শুধু মালিক বাসুদেব কুন্ডু। সকালে কর্মচারী এসে মালামাল বের করতে গিয়ে জড়িয়ে যান সেই তারে। আহত কর্মচারীকে বাইরে ফেলে রাখেন মালিক। পরে এক চৌকিদার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দোকান মালিককে আটক করেছে পুলিশ। 

জানা যায়, আজ শুক্রবার সকালে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে কুন্ডু স্টোর নামে একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ডু রাতে ইঁদুর মারার ফাঁদ পেতে যান। সকালে দোকান খোলেন মালিক। খণ্ডকালীন কর্মচারী চিরাপাড়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে দুলাল মাঝি (২৫) মালামাল বের করতে আসেন। এ সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়তি হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। মালিক বাসুদেব তাঁকে দোকান থেকে বের করে বাইরে ফেলে রাখেন। স্থানীয় চৌকিদার নজরুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, দুলাল মাঝির বাবা তাঁর শৈশবেই মারা গেছেন। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর তিনি নানির কাছেই বড় হয়েছেন। দিনমজুরি ও বিভিন্ন দোকানে কাজ করতেন দুলাল।

কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, দুলাল মাঝির নানি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। নিয়মিত মামলা রুজু করে দোকান মালিক বাসুদেব কুন্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে যুবক মারা গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত