প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)
ইঁদুরের উপদ্রবে দোকানে পেতেছিলেন বৈদ্যুতিক তারের ফাঁদ। জানতেন শুধু মালিক বাসুদেব কুন্ডু। সকালে কর্মচারী এসে মালামাল বের করতে গিয়ে জড়িয়ে যান সেই তারে। আহত কর্মচারীকে বাইরে ফেলে রাখেন মালিক। পরে এক চৌকিদার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দোকান মালিককে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজ শুক্রবার সকালে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে কুন্ডু স্টোর নামে একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ডু রাতে ইঁদুর মারার ফাঁদ পেতে যান। সকালে দোকান খোলেন মালিক। খণ্ডকালীন কর্মচারী চিরাপাড়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে দুলাল মাঝি (২৫) মালামাল বের করতে আসেন। এ সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়তি হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। মালিক বাসুদেব তাঁকে দোকান থেকে বের করে বাইরে ফেলে রাখেন। স্থানীয় চৌকিদার নজরুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুলাল মাঝির বাবা তাঁর শৈশবেই মারা গেছেন। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর তিনি নানির কাছেই বড় হয়েছেন। দিনমজুরি ও বিভিন্ন দোকানে কাজ করতেন দুলাল।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, দুলাল মাঝির নানি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। নিয়মিত মামলা রুজু করে দোকান মালিক বাসুদেব কুন্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে যুবক মারা গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।
ইঁদুরের উপদ্রবে দোকানে পেতেছিলেন বৈদ্যুতিক তারের ফাঁদ। জানতেন শুধু মালিক বাসুদেব কুন্ডু। সকালে কর্মচারী এসে মালামাল বের করতে গিয়ে জড়িয়ে যান সেই তারে। আহত কর্মচারীকে বাইরে ফেলে রাখেন মালিক। পরে এক চৌকিদার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দোকান মালিককে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজ শুক্রবার সকালে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে কুন্ডু স্টোর নামে একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ডু রাতে ইঁদুর মারার ফাঁদ পেতে যান। সকালে দোকান খোলেন মালিক। খণ্ডকালীন কর্মচারী চিরাপাড়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে দুলাল মাঝি (২৫) মালামাল বের করতে আসেন। এ সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়তি হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। মালিক বাসুদেব তাঁকে দোকান থেকে বের করে বাইরে ফেলে রাখেন। স্থানীয় চৌকিদার নজরুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুলাল মাঝির বাবা তাঁর শৈশবেই মারা গেছেন। মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর তিনি নানির কাছেই বড় হয়েছেন। দিনমজুরি ও বিভিন্ন দোকানে কাজ করতেন দুলাল।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, দুলাল মাঝির নানি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। নিয়মিত মামলা রুজু করে দোকান মালিক বাসুদেব কুন্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে যুবক মারা গেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে