Ajker Patrika

বিদ্যালয়ের সহসভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিদ্যালয়ের সহসভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতির বিরুদ্ধে এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি বশির মৃধার (৪০) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওই শিক্ষিকা বর্তমানে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বশির মৃধা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে বশির মৃধা প্রায়ই ওই শিক্ষিকাকে কুপ্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তিনি তাঁকে জড়িয়ে ধরে যৌন হয়রানির চেষ্টা করেন।

এ সময় ওই শিক্ষিকার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বশির মৃধা পালিয়ে যান। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ায় বর্তমানে ওই শিক্ষিকার পরিবারকে মারধরের হুমকি দিয়ে আসছেন বশির মৃধাসহ তাঁর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে অভিযুক্ত সহসভাপতি মো. বশির মৃধা বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত