আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের গায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির পাইক ও তাঁর লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় চলে যান। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করে।
গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় আহত ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ রোববার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের গায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির পাইক ও তাঁর লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় চলে যান। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করে।
গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় আহত ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ রোববার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৯ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪০ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে