ভোলা সংবাদদাতা
ভোলা জেনারেল হাসপাতালে পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলেও তা এখনো মামলা হিসেবে নেয়নি পুলিশ। গ্রেপ্তার করেনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে।
ঘটনার পাঁচ দিনেও থানা মামলা হিসেবে গ্রহণ না করা এবং হামলাকারীদের আইনের আওতায় না আনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা মামলাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুন্নেছা বলেন, ‘গত শুক্রবার বিকেলে হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে এক চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁকে হেনস্তা করা হয়। পরদিন শনিবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একইভাবে আরেক চিকিৎসককেও লাঞ্ছিত করা হয়।
‘পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁদের চরমভাবে হেনস্তা এবং লাঞ্ছিত করার ঘটনায় আমরা শঙ্কিত। বিষয়টি আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যার কারণে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে চিকিৎসক, নার্স ও কর্মীসহ আমরা কর্মবিরতি পালন করি। তবে, ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ওই দিন বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা হাসপাতালে ফের কর্মবিরতিসহ অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তা করছি।’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) শেখ সুফিয়ান রুস্তম আজকের পত্রিকাকে বলেন, পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পাঁচ দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি। এতে নিরাপত্তা নিয়ে চিন্তিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা শুধু নয়। আমার নিজেরও কোনো নিরাপত্তা নেই। জীবন হুমকির মুখে রেখে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নন। তাই আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে।’
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু অভিযোগটি যথাযথভাবে না হওয়ায় এটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
এদিকে ভোলা জেনারেল হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীতকরণ, সুচিকিৎসা নিশ্চিত ও দালালমুক্ত করার দাবিতে আজ সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে বক্তব্য দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভোলা জার্নালিস্ট ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন—
ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ
ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র
ভোলা জেনারেল হাসপাতালে ঈদের আমেজ কাটেনি, সেবা পাচ্ছে না রোগীরা
ভোলা জেনারেল হাসপাতালে পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলেও তা এখনো মামলা হিসেবে নেয়নি পুলিশ। গ্রেপ্তার করেনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে।
ঘটনার পাঁচ দিনেও থানা মামলা হিসেবে গ্রহণ না করা এবং হামলাকারীদের আইনের আওতায় না আনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা মামলাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুন্নেছা বলেন, ‘গত শুক্রবার বিকেলে হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে এক চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁকে হেনস্তা করা হয়। পরদিন শনিবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একইভাবে আরেক চিকিৎসককেও লাঞ্ছিত করা হয়।
‘পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁদের চরমভাবে হেনস্তা এবং লাঞ্ছিত করার ঘটনায় আমরা শঙ্কিত। বিষয়টি আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যার কারণে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে চিকিৎসক, নার্স ও কর্মীসহ আমরা কর্মবিরতি পালন করি। তবে, ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ওই দিন বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা হাসপাতালে ফের কর্মবিরতিসহ অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তা করছি।’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) শেখ সুফিয়ান রুস্তম আজকের পত্রিকাকে বলেন, পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পাঁচ দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি। এতে নিরাপত্তা নিয়ে চিন্তিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা শুধু নয়। আমার নিজেরও কোনো নিরাপত্তা নেই। জীবন হুমকির মুখে রেখে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নন। তাই আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে।’
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু অভিযোগটি যথাযথভাবে না হওয়ায় এটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
এদিকে ভোলা জেনারেল হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীতকরণ, সুচিকিৎসা নিশ্চিত ও দালালমুক্ত করার দাবিতে আজ সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে বক্তব্য দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভোলা জার্নালিস্ট ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন—
ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ
ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র
ভোলা জেনারেল হাসপাতালে ঈদের আমেজ কাটেনি, সেবা পাচ্ছে না রোগীরা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৬ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে