নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে শিক্ষকদের উদ্দেশে এক খোলাচিঠিতে এ ঘোষণা দেন তাঁরা। চলমান প্রশাসনিক শাটডাউনের পাশাপাশি একাডেমিক শাটডাউনও শুরু হতে যাওয়ায় কার্যত অচল হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এক প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে ৬ মে থেকে প্রশাসনিক সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি এক চিঠিতে একাডেমিক শাটডাউনের বিষয়টিও জানিয়ে দেন। তবে পরীক্ষা, পরিবহনসেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। সকল শিক্ষকের প্রতি একাডেমিক ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’
আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্য শিক্ষকদের কাছে আমাদের খোলাচিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘চলমান এক দফা দাবিতে আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে। যেটা জোড়ালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরাও ক্লাস বর্জন করেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচার পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে শিক্ষকদের উদ্দেশে এক খোলাচিঠিতে এ ঘোষণা দেন তাঁরা। চলমান প্রশাসনিক শাটডাউনের পাশাপাশি একাডেমিক শাটডাউনও শুরু হতে যাওয়ায় কার্যত অচল হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এক প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে ৬ মে থেকে প্রশাসনিক সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি এক চিঠিতে একাডেমিক শাটডাউনের বিষয়টিও জানিয়ে দেন। তবে পরীক্ষা, পরিবহনসেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। সকল শিক্ষকের প্রতি একাডেমিক ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’
আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্য শিক্ষকদের কাছে আমাদের খোলাচিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘চলমান এক দফা দাবিতে আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে। যেটা জোড়ালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরাও ক্লাস বর্জন করেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচার পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
১ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
২ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে