রাশেদ নিজাম, বরিশাল থেকে
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
রাত পৌনে ৮টায় ১২৬টি কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল হাতে এসেছে। এতে নৌকা পেয়েছে নৌকা ৮৬ হাজার ৯৯৭ ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫। সে হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। আজ সোমবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয় সোমবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। জেলা শিল্পকলা একাডেমী থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।
শুরু থেকে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চললেও বরিশালে দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা–কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক শ নেতা-কর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। হামলা-মারধর-হয়রানি, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাধা দেওয়া, জোরপূর্বক ভোট দেওয়ারও অভিযোগ করেছে দলটি। রাজধানী ঢাকাতেই দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
বরিশালে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কিছু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন হাতপাখার মেয়রপ্রার্থী। মেয়রপ্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আবুল খায়ের আবদুল্লাহ। এরপর তিনি সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ফলাফল যা–ই হোক, মেনে নেবেন।
সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিম। ভোট দিয়ে তিনি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মাত্র নির্বাচন শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়েছে।
বরিশাল ও খুলনার ভোট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
রাত পৌনে ৮টায় ১২৬টি কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল হাতে এসেছে। এতে নৌকা পেয়েছে নৌকা ৮৬ হাজার ৯৯৭ ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫। সে হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। আজ সোমবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয় সোমবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। জেলা শিল্পকলা একাডেমী থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।
শুরু থেকে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চললেও বরিশালে দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা–কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক শ নেতা-কর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। হামলা-মারধর-হয়রানি, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাধা দেওয়া, জোরপূর্বক ভোট দেওয়ারও অভিযোগ করেছে দলটি। রাজধানী ঢাকাতেই দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
বরিশালে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কিছু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন হাতপাখার মেয়রপ্রার্থী। মেয়রপ্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আবুল খায়ের আবদুল্লাহ। এরপর তিনি সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ফলাফল যা–ই হোক, মেনে নেবেন।
সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিম। ভোট দিয়ে তিনি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মাত্র নির্বাচন শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়েছে।
বরিশাল ও খুলনার ভোট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে