কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে এবার দুই সন্তানের জননীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নারীকে জোরপূর্বক আরিফা সুলতানা ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করা হয়। ভিকটিম মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে পরিবার ও থানা-পুলিশ।
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দুই সন্তানসহ তাঁকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এলে তাঁকে নির্যাতন করা হয়। পরে থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তিনি।
এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সঙ্গে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন গৃহবধূ মাসুমা আক্তার কলি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে আরিফা সুলতানাকে বদলি করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাস করছেন তিনি। এ ফ্ল্যাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলির ওপর চালানো হয় অকথ্য নির্যাতন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, 'বিষয়টি পারিবারিক এবং দুই সতিনের ঝগড়া ঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'
এদিকে আলোচিত আরিফা সুলতানা রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলিসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে এবার দুই সন্তানের জননীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নারীকে জোরপূর্বক আরিফা সুলতানা ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করা হয়। ভিকটিম মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে পরিবার ও থানা-পুলিশ।
নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দুই সন্তানসহ তাঁকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এলে তাঁকে নির্যাতন করা হয়। পরে থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তিনি।
এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সঙ্গে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন গৃহবধূ মাসুমা আক্তার কলি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে আরিফা সুলতানাকে বদলি করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাস করছেন তিনি। এ ফ্ল্যাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলির ওপর চালানো হয় অকথ্য নির্যাতন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, 'বিষয়টি পারিবারিক এবং দুই সতিনের ঝগড়া ঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'
এদিকে আলোচিত আরিফা সুলতানা রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলিসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৩ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে