Ajker Patrika

কলাপাড়ায় খাদ্য পরিদর্শকের কক্ষে নারী নির্যাতনের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় খাদ্য পরিদর্শকের কক্ষে নারী নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে এবার দুই সন্তানের জননীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ওই নারীকে জোরপূর্বক আরিফা সুলতানা ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করা হয়। ভিকটিম মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে পরিবার ও থানা-পুলিশ। 

নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দুই সন্তানসহ তাঁকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এলে তাঁকে নির্যাতন করা হয়। পরে থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তিনি। 

এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সঙ্গে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন গৃহবধূ মাসুমা আক্তার কলি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে আরিফা সুলতানাকে বদলি করা হয়। যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাস করছেন তিনি। এ ফ্ল্যাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলির ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, 'বিষয়টি পারিবারিক এবং দুই সতিনের ঝগড়া ঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।' 

এদিকে আলোচিত আরিফা সুলতানা রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলিসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত