পটুয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে আগামীকাল শনিবার। শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সম্মেলনকেন্দ্রের আশপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে পরিচ্ছন্ন নেতৃত্ব আসবে।
এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবুসহ স্থানীয় সংসদ সদস্যরা।
এদিকে সম্মেলন ঘিরে সংগঠনের ঝিমিয়ে পড়া নেতা কর্মীরা এরই মধ্যে ফের চাঙা হয়ে উঠেছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের পক্ষের পাল্লা ভারী করতে সংগঠনের তৃণমূলের নেতা কর্মীদের সমর্থন আদায়ের জন্য এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সংগঠন সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে সভাপতি শহিদ মিয়া মারা গেলে সংগঠনের সহসভাপতি মো. শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
অন্যদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এতে দুর্বল হয়ে পড়ে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস বলেন, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় নেতা কর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘জেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের কমিটিতে নতুন নেতৃত্ব আসা উচিত। বিশেষ করে যাদের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ নেই। এ ছাড়া যারা সংগঠনের নিবেদিত ও ত্যাগী কর্মী তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।’
দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে আগামীকাল শনিবার। শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ সম্মেলনকেন্দ্রের আশপাশে শোভা পাচ্ছে বিভিন্ন নেতার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে পরিচ্ছন্ন নেতৃত্ব আসবে।
এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান বাবুসহ স্থানীয় সংসদ সদস্যরা।
এদিকে সম্মেলন ঘিরে সংগঠনের ঝিমিয়ে পড়া নেতা কর্মীরা এরই মধ্যে ফের চাঙা হয়ে উঠেছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজেদের পক্ষের পাল্লা ভারী করতে সংগঠনের তৃণমূলের নেতা কর্মীদের সমর্থন আদায়ের জন্য এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সংগঠন সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী জেলা কমিটি গঠিত হয়। ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট উজ্জ্বল বোস। ২০১০ সালের ৩১ মে সভাপতি শহিদ মিয়া মারা গেলে সংগঠনের সহসভাপতি মো. শাহানুর হক ব্যাপারীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
অন্যদিকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এতে দুর্বল হয়ে পড়ে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস বলেন, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় নেতা কর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘জেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের কমিটিতে নতুন নেতৃত্ব আসা উচিত। বিশেষ করে যাদের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ নেই। এ ছাড়া যারা সংগঠনের নিবেদিত ও ত্যাগী কর্মী তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২০ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে