Ajker Patrika

ইউএনওর স্পিডবোটে জেলেদের হামলা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ৫১
ইউএনওর স্পিডবোটে জেলেদের হামলা

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে মা-ইলিশ রক্ষার অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোটে হামলা চালিয়েছেন সংঘবদ্ধ জেলেরা। এ সময় তাঁরা স্পিডবোটটি ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার হাটসংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। এতে ইউএনওসহ দুই আনসার সদস্য আহত হয়েছেন। নদীতে তলিয়ে গেছে তাঁদের একটি শটগান।

মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান শেষে ফেরার পথে গজারিয়া নদীর দড়িরচর খাজুরিয়ায় সংঘবদ্ধ জেলেরা স্পিডবোটে আকস্মিক হামলা চালান। এতে তাঁর স্পিডবোটের পেছনে থাকা দুজন আনসার সদস্য নদীতে পড়ে যান। তাঁদের কাছে থাকা একটি অস্ত্র নদী থেকে উদ্ধারে কাজ করেছেন ডুবুরিরা।

ইউএনও বলেন, এখানে জেলেরা খুবই বেপরোয়া। তাঁরা অভিযান প্রতিরোধ করার চেষ্টা করছেন। এ বিষয়ে জানতে চাইলে মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জেলেদের হামলায় স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিন আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাঁদের উদ্ধার করা হলেও একজনের শটগান নদীতে তলিয়ে যায়। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অভিযান চলছে, তবে কাউকে আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত