Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৯ দিনের ছুটি শেষে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৯ দিনের ছুটি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। আগামীকাল রোববার থেকে ক্লাস-পরীক্ষা ফের শুরু হবে। এখন থেকে সশরীরে একাডেমিক সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৯ দিনের ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনেকের পরীক্ষা থাকায় ছুটি শেষ হওয়ার আগেই ববি ক্যাম্পাসে ফিরেছেন। যে কারণে এখনই শিক্ষার্থীদের পদচারণে মুখর বিশ্ববিদ্যালয়ের চত্বর, টিএসসি, লাইব্রেরিসহ ক্যাম্পাসের আঙিনা। বন্ধুদের সঙ্গে আড্ডায় মুখর হয়ে উঠছে প্রতিটি চত্বর।

ক্যাম্পাসের নীরবতা ভেঙে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরছে সেই চেনা ছন্দে। আবার শুরু হচ্ছে ব্যস্ততা, আলোচনা, আড্ডা আর পড়াশোনার হাওয়া। শিক্ষকেরা প্রস্তুতি নিচ্ছেন ক্লাস নেওয়ার জন্য আর শিক্ষার্থীরাও ফিরছেন পাঠচর্চার রুটিনে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ছুটির পর প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তাঁরা। আবার বন্ধুদের সঙ্গে আড্ডা ও খুনসুটিতে মেতে উঠতে পারবেন, যা প্রিয়জনদের বাড়িতে রেখে আসার বেদনা ভুলিয়ে রাখতে সাহায্য করবে।

প্রসঙ্গত, গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে ১৯ দিনের ঈদ ও গ্রীষ্মের ছুটি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত