পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
পিরোজপুরের নাজিরপুর সাতকাছিমা গ্রামে স্ত্রীর মর্যাদা পেতে মো. রবিউল ইসলাম খানের (২৬) বাড়িতে নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই কিশোরী একই গ্রামের মো. ফায়জুল খানের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল ইসলাম খান ওই গ্রামের মো. ছালেক খানের ছেলে।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী রবিউলের ঘরের দরজার সামনে অবস্থান করছে। এ সময় তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে বলে, ‘গত চার দিন ধরে স্বামী রবিউল ও তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।’
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর একমাত্র মেয়েকে বিয়ে করতে রবিউল ও তাঁর পরিবার তাঁকে বিভিন্ন ভাবে চাপ দেয়। পরে গত বছরের ৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ার অজুহাত দেখিয়ে তাঁরা স্থানীয় হুজুরের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর থেকে জামাতা রবিউল যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধরসহ চাপ দিতে থাকেন। পরে তাঁর চাহিদামতো ১ লাখ টাকা দেওয়া হয়। ঈদের আগে আবারও ব্যবসার কথা বলে টাকা আনতে বললে তাঁর মেয়ে টাকা আনতে অস্বীকৃতি জানায়। এ কারণে তাকে মারধর করে তাড়িয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি ওই কিশোরীকে বিয়ে করিনি। আমার বিরুদ্ধে বিয়ের মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘ভুক্তভোগী ওই কিশোরীর মা আমার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাঁকে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে ইউএনও শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদ বলেন, ‘ওই কিশোরী ও তার মা আমার কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১৬ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১১ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১১ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে