ভোলা প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা এ ধরনের গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির উদ্দেশে ডা. দীপু মনি বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই, তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে। এ সময় শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
এর আগে মন্ত্রী কলেজে পৌঁছলে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত দক্ষিণ আইচা এলাকায় ২০১৪ সালে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা এ ধরনের গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির উদ্দেশে ডা. দীপু মনি বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই, তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে। এ সময় শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
এর আগে মন্ত্রী কলেজে পৌঁছলে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত দক্ষিণ আইচা এলাকায় ২০১৪ সালে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে