Ajker Patrika

হয়রানির শিকার ভাতাভোগীদের সমাজসেবা অফিস ঘেরাও

প্রতিনিধি, বরিশাল
হয়রানির শিকার ভাতাভোগীদের সমাজসেবা অফিস ঘেরাও

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন বরিশাল উজিরপুরে হতদরিদ্র গ্রাহকেরা। নিজেদের ফোন নম্বরে টাকা ঢোকার কথা থাকলেও তা চলে যাচ্ছে অন্য কোনো নম্বরে। নম্বর ঠিকঠাক দেওয়ার পরও অন্য নম্বরে টাকা চলে যাওয়া এবং এ নিয়ে কোনো সমাধান না পাওয়া ক্ষুব্ধ উজিরপুরের ভাতা গ্রাহকেরা। পরে বাধ্য হয়ে উজিরপুরে সমাজসেবা অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রাহকেরা।

আজ রোববার বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র সদস্যরা উপজেলা চত্বরে এসে সমাজসেবা অফিসে অবস্থান নেন। সমাজসেবা কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম ভোগান্তিতে পড়েন তাঁরা। পরে পুরো ভবন ঘেরাও করে রাখেন তাঁরা। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু তাঁদের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ভাতাভোগী সদস্যদের সঙ্গে কথা বরে জানা যায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সদস্যরা এম আই এস ফরম পূরণ করে নগদ অ্যাকাউন্টের মোবাইল নম্বর দেওয়ার পরেও অন্য নম্বরে টাকা প্রবেশের কারণে তাঁরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন অফিসে ধরনা দিয়েও তাঁরা এর কোন সমাধান পাননি।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস জানান, তাঁর ভাতার প্রথম কিস্তি তিন হাজার টাকা আসার কথা থাকলেও অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর ফোন নম্বর ছাড়া ০১৭৯১৬২৬০২৮ এই নম্বরে টাকা চলে গেছে। ৭ নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম এর বই নম্বর ১৭৭২, হেনা বেগমের বই নম্বর ২৬১৫। অথচ তাঁরা কোন টাকা পাননি। 

এ ছাড়া জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডে জানান, তাঁর মোবাইল নম্বর ছাড়া ০১৭২৮৮৬৩৬৬২ এই নম্বরে টাকা চলে গেছে। বয়স্ক ভাতাভোগী অমল বাড়ৈর টাকা চলে গেছে ০১৩১৭০১১৮০৯ নম্বরে। ফুলমালার টাকা ঢুকেছে ০১৮৭৫৬৫২৩৭৭ নম্বরে। এ ছাড়া প্রতিবন্ধী মিরা রানী সরকার, বয়স্ক ভাতার ফটিক পান্ডে তাঁরা কোন টাকা পাননি বলে জানান। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, গ্রাহকদের নিজেদের কারণেও কিছু ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। 

এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু সুবিধাভোগীরা ভাতা যাতে সুষ্ঠু ভাবে পেতে পারে সে বিষয়ে সমাজসেবা অফিসের সঙ্গে কথা বলেছেন। অসহায় সুবিধা বঞ্চিত গ্রাহকদের সমস্যা নিরুপন করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত