প্রতিনিধি, বরিশাল
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।
গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’
জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।
গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’
জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে