প্রতিনিধি, বরিশাল
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।
গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’
জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।
গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।
গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।
সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক।
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’
জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’
৭ মিনিট আগেঅগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের চার কর্ণধারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।
১৩ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তাঁর স্বজনদের অভিযোগ, চাষের জন্য তরমুজ খেত না দেওয়ায় পরিকল
১ ঘণ্টা আগেসিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
১ ঘণ্টা আগে