খান রফিক, বরিশাল
বরিশালের কীর্তনখোলা নদীর তীর এবং সংলগ্ন ফসলি জমি থেকে মাটি কেটে সাবাড় করে ফেলছে সংঘবদ্ধ চক্র। এই চক্রটি নদী তীর সংরক্ষণের ব্লকও তুলে বিক্রি করে দিচ্ছে। সদর উপজেলার তালতলী, চরমোনাইর গিলাতলি-পশুরকাঠী, চরকাউয়ার পামের হাট এলাকায় ফসলি জমি কেটে সাবাড় করা হচ্ছে। এভাবে অবৈধভাবে দেদারসে মাটি কাটায় নদী ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে।
এ দিকে নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন ব্লক তুলে ফেলায় বাধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। সংশ্লিষ্টরা এ জন্য প্রশাসনকে দায়ী করে বলেছেন, কীর্তনখোলার তীর অরক্ষিত হওয়ায় পূর্বাঞ্চলের অভিশাপ ‘নদী ভাঙন’ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
বরিশালের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন জানান, কীর্তনখোলা নদী তীরের চরমোনাই ও চরকাউয়ার বিভিন্ন পয়েন্ট থেকে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ওই এলাকার ফুজি এবং মিনা ইটভাটা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই মাটি কেটে নিচ্ছে। তিনি গত সপ্তাহে সরেজমিন ঘুরে নদী তীর থেকে মাটি কাটার ভয়াবহ চিত্র দেখেছেন। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এভাবে নদীর পাড়ের মাটি কাটায় ওই সব এলাকায় ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে।
চরমোনাই ইউপি সদস্য মামুন গাজী বলেন, চরমোনাইর গিলাতলি-পশুরকাঠী এলাকায় মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। নদীর পাড় থেকে ধানি জমির এই মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একদল দুর্বৃত্ত। মিনা ইটভাটা চরমোনাই এবং ফুজি চরকাউয়ায়। এতে চরমোনাইতে নদীভাঙন বাড়ছে।
এ দিকে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা তীরে যে বাধ দেওয়া হয়েছিল সেখানকার ব্লক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে বাধ ভেঙে ওই এলাকায় পানি প্রবেশ করছে। একই খবর পাওয়া গেছে, লামছড়ি ও চরআবদানী এলাকায়।
জানতে চাইলে কীর্তনখোলা তীর ঘেঁষা পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, তাদের এই এলাকা বহু আগ থেকেই অবহেলিত। নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা চরকাউয়া, চরমোনাই, সায়েস্তাবাদ, চরবাড়িয়া ইউপির। কিন্তু কীর্তনখোলা নদীর দুই পারের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার দুর্বৃত্তরা। উপজেলা প্রশাসনের এ বিষয়ে কোনো ভূমিকা নেই। একদিকে ভাঙন বাড়ছে, অপরদিকে মাটি আর বালু কেটে সাবাড় করছে। এ জন্যই তারা এই এলাকা নিয়ে আলাদা উপজেলা গড়ে তোলার দাবি তুলে আসছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস এ প্রসঙ্গে বলেন, ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদী রক্ষায় ব্লক ফেলে যে বাধ দেওয়া হয়েছিল তার একাংশ প্রয়াত মেয়র হিরনের সময় সিটি করপোরেশন এবং বাকি অংশ পাউবো করেছে। তাঁদের খতিয়ে দেখতে হবে যে সব স্থান থেকে ব্লক তুলে নেওয়া হয়েছে তা পানি উন্নয়ন বোর্ডের কি’না।
এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, গত বছরও তারা নদী তীরে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিয়েছেন। এবারও নদী ভাঙন রোধে একই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এ জন্য কোনো কোনো স্থানের মাটি কেটে নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বরিশালের কীর্তনখোলা নদীর তীর এবং সংলগ্ন ফসলি জমি থেকে মাটি কেটে সাবাড় করে ফেলছে সংঘবদ্ধ চক্র। এই চক্রটি নদী তীর সংরক্ষণের ব্লকও তুলে বিক্রি করে দিচ্ছে। সদর উপজেলার তালতলী, চরমোনাইর গিলাতলি-পশুরকাঠী, চরকাউয়ার পামের হাট এলাকায় ফসলি জমি কেটে সাবাড় করা হচ্ছে। এভাবে অবৈধভাবে দেদারসে মাটি কাটায় নদী ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে।
এ দিকে নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন ব্লক তুলে ফেলায় বাধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। সংশ্লিষ্টরা এ জন্য প্রশাসনকে দায়ী করে বলেছেন, কীর্তনখোলার তীর অরক্ষিত হওয়ায় পূর্বাঞ্চলের অভিশাপ ‘নদী ভাঙন’ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
বরিশালের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন জানান, কীর্তনখোলা নদী তীরের চরমোনাই ও চরকাউয়ার বিভিন্ন পয়েন্ট থেকে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ওই এলাকার ফুজি এবং মিনা ইটভাটা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই মাটি কেটে নিচ্ছে। তিনি গত সপ্তাহে সরেজমিন ঘুরে নদী তীর থেকে মাটি কাটার ভয়াবহ চিত্র দেখেছেন। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এভাবে নদীর পাড়ের মাটি কাটায় ওই সব এলাকায় ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে।
চরমোনাই ইউপি সদস্য মামুন গাজী বলেন, চরমোনাইর গিলাতলি-পশুরকাঠী এলাকায় মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। নদীর পাড় থেকে ধানি জমির এই মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একদল দুর্বৃত্ত। মিনা ইটভাটা চরমোনাই এবং ফুজি চরকাউয়ায়। এতে চরমোনাইতে নদীভাঙন বাড়ছে।
এ দিকে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা তীরে যে বাধ দেওয়া হয়েছিল সেখানকার ব্লক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে বাধ ভেঙে ওই এলাকায় পানি প্রবেশ করছে। একই খবর পাওয়া গেছে, লামছড়ি ও চরআবদানী এলাকায়।
জানতে চাইলে কীর্তনখোলা তীর ঘেঁষা পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, তাদের এই এলাকা বহু আগ থেকেই অবহেলিত। নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা চরকাউয়া, চরমোনাই, সায়েস্তাবাদ, চরবাড়িয়া ইউপির। কিন্তু কীর্তনখোলা নদীর দুই পারের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার দুর্বৃত্তরা। উপজেলা প্রশাসনের এ বিষয়ে কোনো ভূমিকা নেই। একদিকে ভাঙন বাড়ছে, অপরদিকে মাটি আর বালু কেটে সাবাড় করছে। এ জন্যই তারা এই এলাকা নিয়ে আলাদা উপজেলা গড়ে তোলার দাবি তুলে আসছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস এ প্রসঙ্গে বলেন, ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদী রক্ষায় ব্লক ফেলে যে বাধ দেওয়া হয়েছিল তার একাংশ প্রয়াত মেয়র হিরনের সময় সিটি করপোরেশন এবং বাকি অংশ পাউবো করেছে। তাঁদের খতিয়ে দেখতে হবে যে সব স্থান থেকে ব্লক তুলে নেওয়া হয়েছে তা পানি উন্নয়ন বোর্ডের কি’না।
এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, গত বছরও তারা নদী তীরে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নিয়েছেন। এবারও নদী ভাঙন রোধে একই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এ জন্য কোনো কোনো স্থানের মাটি কেটে নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২ ঘণ্টা আগে