পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা-কুয়েত মসজিদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম ঢাকতে রাতের আঁধারে সড়কটিতে তাড়াহুড়া করে পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ারের দাবি, সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২ দশমিক ২২ কিলোমিটার পিচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে। শুরুতেই সড়কটির বেড কেটে স্থানীয় পুকুর ও ডোবা থেকে অবৈধভাবে খনন করে কাদামাটি মেশানো বালু ফেলা হয়। এরপর নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়। রোলার দেওয়ার পর এসব ইট ও খোয়া গুঁড়াগুঁড়া হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, অনিয়মের বিষয়টি তাঁরা মৌখিকভাবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এলাকাবাসী প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং গত দুই রাতের আঁধারে তড়িঘড়ি করে সড়কটিতে পিচ ঢালাই করা হয়।
গত বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম হয়েছে। বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি মেশানো বালু। এরপর ইট দেওয়া হয়েছে নিম্নমানের। খোয়াও ছিল বাজে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন ও মোতাহার মোল্লা বলেন, ‘গত দুই দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠান মহিউদ্দিন আজাদ অ্যান্ড জেবির প্রতিনিধি এনামুল হক বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। শিডিউল মেনে কাজ করা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। সড়কটির নির্মাণসামগ্রী ভালো মানের ছিল।’
প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে হয়েছে, না দিনে হয়েছে—সেটা বড় কথা না। বড় কথা হলো সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ সত্য নয়।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, ‘রাতের আঁধারে কাজের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা-কুয়েত মসজিদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম ঢাকতে রাতের আঁধারে সড়কটিতে তাড়াহুড়া করে পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ারের দাবি, সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২ দশমিক ২২ কিলোমিটার পিচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে। শুরুতেই সড়কটির বেড কেটে স্থানীয় পুকুর ও ডোবা থেকে অবৈধভাবে খনন করে কাদামাটি মেশানো বালু ফেলা হয়। এরপর নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়। রোলার দেওয়ার পর এসব ইট ও খোয়া গুঁড়াগুঁড়া হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, অনিয়মের বিষয়টি তাঁরা মৌখিকভাবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এলাকাবাসী প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং গত দুই রাতের আঁধারে তড়িঘড়ি করে সড়কটিতে পিচ ঢালাই করা হয়।
গত বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম হয়েছে। বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি মেশানো বালু। এরপর ইট দেওয়া হয়েছে নিম্নমানের। খোয়াও ছিল বাজে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন ও মোতাহার মোল্লা বলেন, ‘গত দুই দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠান মহিউদ্দিন আজাদ অ্যান্ড জেবির প্রতিনিধি এনামুল হক বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। শিডিউল মেনে কাজ করা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। সড়কটির নির্মাণসামগ্রী ভালো মানের ছিল।’
প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে হয়েছে, না দিনে হয়েছে—সেটা বড় কথা না। বড় কথা হলো সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ সত্য নয়।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, ‘রাতের আঁধারে কাজের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৭ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩২ মিনিট আগেযশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
৪২ মিনিট আগে