Ajker Patrika

‘অনিয়ম ঢাকতে’ রাতে সড়কে পিচ ঢালাই

‘অনিয়ম ঢাকতে’ রাতে  সড়কে পিচ ঢালাই

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা-কুয়েত মসজিদ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়ম ঢাকতে রাতের আঁধারে সড়কটিতে তাড়াহুড়া করে পিচ ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ারের দাবি, সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়ম হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার থেকে কুয়েত মসজিদ পর্যন্ত ২ দশমিক ২২ কিলোমিটার পিচ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে। শুরুতেই সড়কটির বেড কেটে স্থানীয় পুকুর ও ডোবা থেকে অবৈধভাবে খনন করে কাদামাটি মেশানো বালু ফেলা হয়। এরপর নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়। রোলার দেওয়ার পর এসব ইট ও খোয়া গুঁড়াগুঁড়া হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, অনিয়মের বিষয়টি তাঁরা মৌখিকভাবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে এলাকাবাসী প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং গত দুই রাতের আঁধারে তড়িঘড়ি করে সড়কটিতে পিচ ঢালাই করা হয়।

গত বুধবার এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম হয়েছে। বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি মেশানো বালু। এরপর ইট দেওয়া হয়েছে নিম্নমানের। খোয়াও ছিল বাজে।

স্থানীয় বাসিন্দা মো. সুমন ও মোতাহার মোল্লা বলেন, ‘গত দুই দিন সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়।’

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠান মহিউদ্দিন আজাদ অ্যান্ড জেবির প্রতিনিধি এনামুল হক বলেন, ‘কোনো অনিয়ম হয়নি। শিডিউল মেনে কাজ করা হয়েছে। যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের অভিযোগ ভিত্তিহীন। সড়কটির নির্মাণসামগ্রী ভালো মানের ছিল।’

প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির সার্ভেয়ার জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাতে হয়েছে, না দিনে হয়েছে—সেটা বড় কথা না। বড় কথা হলো সঠিক নিয়মে কাজ হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ সত্য নয়।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, ‘রাতের আঁধারে কাজের বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত