নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে উজিরপুর উপজেলার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মসজিদের অদুরে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করেন গ্রামবাসী।
এর আগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ইরানকে তুলে নিয়ে গেছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা দাবি করেছে, ইরান নিখোঁজ হওয়ার বিষয়টি সাজানো নাটক ছিল।
ইরান বরিশাল জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি উজিরপুরের ধামুরা এলাকার চান সরদারের ছেলে। নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিলেজের বিবিএর শিক্ষার্থী ইরান গোঁড়াচাঁদ দাস সড়কে ভাড়া বাসায় থাকতেন।
উদ্ধারের পর উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, তাঁরা ৯৯৯-এর মাধ্যমে নারায়ণপুর গ্রামের জঙ্গলে ইরানকে উদ্ধারের খবর পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ইরানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মন্টু সাংবাদিকদের জানান, রোববার রাত ৮টার দিকে পথচারীরা জঙ্গলের মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। তাঁরা টর্চের আলো ফেলে শিকল দিয়ে হাত-পা বাঁধা এবং গেঞ্জি গলায় প্যাঁচানো ও শুধু অন্তর্বাস পরা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছেন। পরে গ্রামের লোকজন বিষয়টি ৯৯৯-এ জানান।
ইরানের বরাত দিয়ে মন্টু বলেন, অজ্ঞান অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়েছে। গলায় প্যাঁচানো গেঞ্জি দিয়ে তাঁর মুখ বাঁধা ছিল। জ্ঞান ফিরলে নড়াচড়া করে গেঞ্জি মুখ থেকে সরে গেলে তিনি চিৎকার করেছেন।
মন্টু আরও জানান, সন্ধ্যার পর দুটি সাদা রঙের মাইক্রোবাস গ্রামে ঢুকতে দেখেছেন। তাঁদের ধারণা ওই মাইক্রোবাসে করে তাঁকে এনে ফেলে রাখা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে নগরের গোঁড়াচাঁদ দাস সড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ইরানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে শনিবার রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন তাঁর চাচাতো ভাই রাব্বী। ইরান ও রাব্বী গোঁড়াচাঁদ দাস সড়কে একই বাসায় থাকতেন। ঘটনার সময় রাব্বী ইরানের সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরাফাত হাসান জানান, শনিবার রাত ৮টায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাননি। বরং বিকেলে ফুটেজে দেখা গেছে, ইরান ও রাব্বী একটি ইজিবাইক থেকে নেমে দুজন দুই দিকে চলে গেছেন।
এসআই আরাফাত জানান, রাব্বী কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানান এবং তাঁর পরামর্শে থানায় অভিযোগ দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল জানান, রাব্বী মোবাইল ফোনে তাঁকে জানানোর পর তিনি বিষয়টি পুলিশকে জানাতে বলেন।
এদিকে উদ্ধার হওয়া ছাত্রদলের নেতা ফোরকান হোসেন ইরানের কাছে এ বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, ইরানের চাচাতো ভাই রাব্বীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর সাজানো ঘটনা ফাঁস হয়ে যায়। তারপর তাঁরা উদ্ধার নাটক সাজিয়েছেন। ঘটনাটি তাঁরা আরও খতিয়ে দেখছেন।
বরিশাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে উজিরপুর উপজেলার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মসজিদের অদুরে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করেন গ্রামবাসী।
এর আগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ইরানকে তুলে নিয়ে গেছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা দাবি করেছে, ইরান নিখোঁজ হওয়ার বিষয়টি সাজানো নাটক ছিল।
ইরান বরিশাল জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি উজিরপুরের ধামুরা এলাকার চান সরদারের ছেলে। নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিলেজের বিবিএর শিক্ষার্থী ইরান গোঁড়াচাঁদ দাস সড়কে ভাড়া বাসায় থাকতেন।
উদ্ধারের পর উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, তাঁরা ৯৯৯-এর মাধ্যমে নারায়ণপুর গ্রামের জঙ্গলে ইরানকে উদ্ধারের খবর পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। রাত ১২টার দিকে ইরানকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মন্টু সাংবাদিকদের জানান, রোববার রাত ৮টার দিকে পথচারীরা জঙ্গলের মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। তাঁরা টর্চের আলো ফেলে শিকল দিয়ে হাত-পা বাঁধা এবং গেঞ্জি গলায় প্যাঁচানো ও শুধু অন্তর্বাস পরা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছেন। পরে গ্রামের লোকজন বিষয়টি ৯৯৯-এ জানান।
ইরানের বরাত দিয়ে মন্টু বলেন, অজ্ঞান অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়েছে। গলায় প্যাঁচানো গেঞ্জি দিয়ে তাঁর মুখ বাঁধা ছিল। জ্ঞান ফিরলে নড়াচড়া করে গেঞ্জি মুখ থেকে সরে গেলে তিনি চিৎকার করেছেন।
মন্টু আরও জানান, সন্ধ্যার পর দুটি সাদা রঙের মাইক্রোবাস গ্রামে ঢুকতে দেখেছেন। তাঁদের ধারণা ওই মাইক্রোবাসে করে তাঁকে এনে ফেলে রাখা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে নগরের গোঁড়াচাঁদ দাস সড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ইরানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে শনিবার রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন তাঁর চাচাতো ভাই রাব্বী। ইরান ও রাব্বী গোঁড়াচাঁদ দাস সড়কে একই বাসায় থাকতেন। ঘটনার সময় রাব্বী ইরানের সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আরাফাত হাসান জানান, শনিবার রাত ৮টায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাননি। বরং বিকেলে ফুটেজে দেখা গেছে, ইরান ও রাব্বী একটি ইজিবাইক থেকে নেমে দুজন দুই দিকে চলে গেছেন।
এসআই আরাফাত জানান, রাব্বী কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানান এবং তাঁর পরামর্শে থানায় অভিযোগ দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল জানান, রাব্বী মোবাইল ফোনে তাঁকে জানানোর পর তিনি বিষয়টি পুলিশকে জানাতে বলেন।
এদিকে উদ্ধার হওয়া ছাত্রদলের নেতা ফোরকান হোসেন ইরানের কাছে এ বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, ইরানের চাচাতো ভাই রাব্বীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর সাজানো ঘটনা ফাঁস হয়ে যায়। তারপর তাঁরা উদ্ধার নাটক সাজিয়েছেন। ঘটনাটি তাঁরা আরও খতিয়ে দেখছেন।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৭ ঘণ্টা আগে