নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২৯ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩৫ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে