Ajker Patrika

আগামী নির্বাচনে ‘চোরদের বিরুদ্ধে’ ভোট বিপ্লব হবে: বরিশালে চরমোনাই পীর 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৪
আগামী নির্বাচনে ‘চোরদের বিরুদ্ধে’ ভোট বিপ্লব হবে: বরিশালে চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।

সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’

উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত