Ajker Patrika

নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অপসারণের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭: ২৬
নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অপসারণের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বিদ্যালয়ের এক আয়াকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই আয়ার সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই শিক্ষক বিদ্যালয়ে যত দিন থাকবেন, তত দিন বিদ্যালয়ের নারী কর্মী ও ছাত্রীরা নিরাপদ নন। তাই নারী কর্মী ও ছাত্রীদের নিরাপত্তার জন্য এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে এমন আচরণের জন্য তাঁকে শাস্তির আওতায় আনতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভুক্তভোগী ওই নারী ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে লিড দিয়ে এ কাজগুলো করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ 
এ বিষয়ে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পাওয়ার পরেই সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি এলে এ নিয়ে তদন্ত করা হবে।’

এ নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা মিললে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত