Ajker Patrika

নির্বাচনে এসে বিএনপিকে প্রমাণ দিতে হবে: কৃষিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
নির্বাচনে এসে বিএনপিকে প্রমাণ দিতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে মানুষ দুঃখ, কষ্ট, মঙ্গায় ছিল। বিএনপির আমলের ৬০ টাকা কেজির সার এখন কৃষক পাচ্ছেন ১৫ টাকায়, ৮২ টাকার সার ২২ টাকায়। পৃথিবীর কোথাও সারের দাম এত কম নেই।’ আজ সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকোরকাঠী ও নন্দপাড়া গ্রামে বোরো প্রদর্শনীর মাঠ পরিদর্শন, নমুনা ফসল কর্তন ও মাঠ দিবসে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সারের মতো কম দামে বীজ, বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিএনপি যতই আন্দোলন করুক কাজ হবে না। খালেদা জিয়া, তারেক রহমান দুর্নীতি করেছে। বিএনপিকে নির্বাচনে এসে জনগণের কাছে প্রমাণ করতে হবে যে তার দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতি করেনি।’ সেই সঙ্গে আশা ব্যক্ত করেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বেলা ১২টায় নন্দপাড়ায় প্রবল বর্ষণের মধ্যে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরও বলেছেন, ‘শস্যভান্ডার খ্যাত বরিশালে ঘাটতি না থাকলেও এখন আর উদ্বৃত্ত নেই। এখানকার অনেক জমি পতিত রয়েছে, এটা দুঃখজনক। সারা দেশে থাকলেও বরিশালে পাওয়ার টিলার কেন নাই? এই ব্যর্থতা কার?’ 

কৃষিতে উন্নয়নমূলক সম্ভাবনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের বোরো ধান, মুগ, তরমুজের মাধ্যমে বরিশালে কৃষি বিপ্লব করা সম্ভব।’ এ জন্য একটি বৃহৎ কৃষি উন্নয়ন প্রকল্প দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। 

ঘূর্ণিঝড় অশনি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঝড়ের ওপর আমাদের হাত নেই। রাতারাতি সাইক্লোন শেল্টারও করা যাবে না। কিন্তু কৃষক যদি অধিক ফসল ফলিয়ে লাভবান হয়ে বিল্ডিং করেন তাহলে কি ঝড় কিছু করতে পারবে?’ 

ঘূর্ণিঝড় অশনিতে ক্ষতিগ্রস্ত হলে সেই সব কৃষককে সহায়তার আশ্বাস দেন কৃষিমন্ত্রী। এর আগে মন্ত্রী বাকোরকাঠী ও নন্দপাড়া গ্রামে বৃষ্টি উপেক্ষা করে বোরো ধান পরিদর্শন করেন। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাজাহন কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশিষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. হারুন অর রশীদ, ধান গবেষণা ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ। সমাবেশে প্রায় কয়েকশ’ কৃষক অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত