Ajker Patrika

কলাপাড়ার প্রধান সড়কের বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ার প্রধান সড়কের বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার প্রধান সড়কে বেহাল দশা নিয়ে চলছে যানচলাচল। নিম্ন মানের উপকরণ ও যথাযথ তদারকির অভাবে সড়কের সিলকোট ভেঙে খানা-খন্দকে প্রায়শই উল্টে যাচ্ছে যানবাহন। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে নাগরিকেরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের অন্তত চার কিলোমিটার সড়কের বেহাল দশা পড়ে আছে। শহরের প্রধান সড়ক সহ পৌরসভার সামনের সড়ক, উপজেলা সড়ক, রহতপুর সড়ক, এতিমখানা সড়ক, থানার সামনের সড়ক, হাই স্কুলের পেছনের সড়ক, রাডারের পেছনের সড়কসহ কয়েকটি সড়কের এমন একই অবস্থা দেখা যায়। ফলে যানবাহন নিয়ে চলাচলে মানুষ দুর্ভোগে পড়ছেন।  সড়কের সিলকোট উঠে অসংখ্য গর্ত হয়ে গেছে। বর্তমানে বৃষ্টির পানি জমে এই সড়কগুলোর বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া খানা খন্দকে জমে থাকা পানি যানবাহন চলাচলে ছিটকে পথচারীদের পরিধেয় পোশাকে আঁকছে কাঁদা মাটির আলপনা। 

ছয় চাকার ট্রলিগুলো পৌরশহরের রাস্তায় মালামাল নিয়ে চলছেজানা যায়, এসব রাস্তায় প্রতিনিয়তই যাত্রীবাহী রিকশা, অটোসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। ছয় চাকার ট্রলিগুলো পৌরশহরের রাস্তায় মালামাল নিয়ে চলছে প্রতিনিয়ত। এতে দ্রুত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। নাগরিক ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ কিছু কিছু সড়ক মেরামত করলেও ভোগান্তি কমছে না বলে জানান স্থানীয়রা।  

কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। গত ছয় মাসে ১০-১২ কিলোমিটার সড়ক আরসিসি করা হয়েছে। ভাঙা সকল সড়ক দ্রুত আরসিসি করণ সহ মেরামত করা হবে বলে জানান তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত