Ajker Patrika

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সৈকতে ভেসে যাওয়ার সময় পর্যটককে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
কুয়াকাটা সৈকতে ভেসে যাওয়ার সময় পর্যটককে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হোটেল সাউদ-বিচসংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে।

পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

আহত ওই পর্যটকের নাম তানভীর (৩০)। ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সাত থেকে আট বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। আজ দুপুরে সমুদ্রে গোসলে নেমে উত্তাল ডেউয়ের কবলে পড়েন।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, আজকে দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছেন।

প্রত্যক্ষদর্শী সৈকতে অবস্থানরত ফটোগ্রাফার মো. মেশকাত বলেন, ‘সমুদ্রসৈকতে অসংখ্য পর্যটক গোসল করছিলেন। এর মধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় আমরা তাঁকে উদ্ধার করি। পরে আমরা তাঁকে হাসপাতালে পাঠিয়ে দিই।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস বলেন, ‘জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজখবর নিয়েছি। এখন ওই পর্যটক সুস্থ রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত