Ajker Patrika

মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ভোলার লালমোহনে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাফিন (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে। 

মৃত রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে ওই এলাকার দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, আজ সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের ওপরে খেলতে যায়। এ সময় অসাবধানতাবশত মাদ্রাসার ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। ঘটনাস্থলে মারা যায় রাফিন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, রাফিনের বাবা-মায়ের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ বিষয়ে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। 

অপরদিকে, ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত