Ajker Patrika

পাথরঘাটায় কেন্দ্রীয় নেতার ওপর বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৬: ২৭
পাথরঘাটায় কেন্দ্রীয় নেতার ওপর বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলা

বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সিফাতুজ্জান সিফাতের (২৭) ওপর হামলার অভিযোগ উঠেছে একই সংগঠনের জেলা কমিটির বহিষ্কৃত নেতা আব্দুল্লাহ আল মারজানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

হামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুজ্জামান। তিনি বলেন, ‘ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

পাথরঘাটা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন রাতে চাচাতো ভাই বাপ্পিসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে বটতলা বাজারে জাকারিয়ার দোকানে চা পান করতে যান কেন্দ্রীয় ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সিফাতুজ্জান সিফাত। চা পান করে নেতা-কর্মীদের বিদায় দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজু মিয়ার সঙ্গে ব্যক্তিগত কথা বলার সময় মারজান, হায়দার, মোহাম্মদ বাদল, আল আমিনসহ বেশ কয়েকজন সিফাতের ওপর হামলা করেন। এতে আহত সিফাতকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েক দিন আগে মারজানকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিফাতকে দায়ী করেন মারজান। এ বিষয়ে মারজান তাঁর ফেসবুকে সিফাতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

সিফাতের ওপর হামলার প্রতিবাদে শিগগিরই মারজান ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ সভা করবে বলে জানান ছাত্রলীগের নেতা আহমেদ সুজন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সিফাতের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পাথরঘাটা শহর থেকে অর্ধশত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বটতলা বাজারে গেলে অফিসার ইনচার্জ আল মামুনসহ পাথরঘাটা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় সিফাতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত